নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আয়নিত

এ জগতে সুখি কে?

আয়নিত › বিস্তারিত পোস্টঃ

আজকাল কবিতারা কেন আর আসে না?

০৯ ই মার্চ, ২০১৮ রাত ১১:০০

জানেন নিশ্চয়,
আজকাল কবিতারা সব সময় আসে না!
মেঘজল নামলে প্রত্যেকবার পৃথিবীকে
যেমন নীল-সবুজ মনে হয় না ঠিক তেমনি...
রাস্তায় নোংরা নোংরা বাচ্চাগুলো ভিক্ষে চাইলে যেমন
কদাচিৎ চোখ থেকে স্নেহ ঝরে,
বাদবাকি শুধু পাশ কাটিয়ে চলে যাওয়া- এক রকমের অভ্যস্ততা...
তেমনি এক অভ্যস্ততার জন্যই আজকাল
কবিতারা সব সময় আসে না !
তবু,
হঠাৎ হঠাৎ কোথা থেকে
সদলবলে শব্দরা এসে হামলে পড়ে,
মাথার ভেতরে
এমনভাবে থিতু হয় যেন কোন পান্থশালা !
শূন্য থেকে শুরু হয় ভাবনার খেলা,
ছন্দ খুঁজে শব্দ মিলানোর জন্য !
অথচ, শব্দ মিলানো কি অতই সহজ?
যদি না ওরা আপনি থেকে মিলতে চায় ?
তাই যারা অভিধানে শব্দ খুঁজেন তাদের বলি,
অভিধানে কখনো জীবন্ত শব্দ পাবেন না !
হ্যাঁ, শব্দদেরও প্রাণ থাকে,
শব্দরা প্রাণ পায়-
কখনো নবজাতকের কান্নায়
কখন পিতাহীন সন্তানের হাসিতে
কখনো বা মধ্যবিত্তের ফুটো হওয়া টিনের চালে
আবার কখনো গাড়ি চড়া পরিপাটি বাবুর কোটের পকেটে ।
এভাবেই ওরা ঘুরতে থাকে
গ্রামের মেঠোপথ থেকে শহরের শেষ বাড়ির বারান্দা পর্যন্ত ।
একসময় বেখেয়ালে ঢুকে যায় কারো মাথার ভেতরে
আগন্তুকের মতো...
এ গলি-ও গলি, মনের চতুর্গলি ঘুরে শেষে
বের হয় আঙুলের মুখে...
তারপর?
তারপর, হাওয়া হয়ে মিলিয়ে যায় হাওয়ার ভেতরে...
যাকে ভেবে লিখা সে তো টেরও পায় না -
নিঃশ্বাসে কিসের স্বাদ!
আজকাল কবিতারা তাই অনেকটাই বোগাস;
তাছাড়া আর কিছুই না !


মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৮ রাত ১২:২৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আরে! এত সুন্দর করে লিখলেন! লাইক ইট!!


১০ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৯

আয়নিত বলেছেন: ধন্যবাদ :)

২| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০৩

রাজীব নুর বলেছেন: ভালো।

১০ ই মার্চ, ২০১৮ রাত ১১:০৮

আয়নিত বলেছেন: ধন্যবাদ :-দ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.