নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যান্বেষী

আবেদ আল ইসলাম

আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা!

আবেদ আল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল সিংহ ও ইঁদুর

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৭

সেই ছোটবেলা থেকেই সিংহ-ইঁদুরের গল্পটি শুনে আসছেন,তাই ওটা নতুন করে আর না বলি। যুগ পাল্টেছে,তাই গল্পটাকে যুগের সাথে মিলিয়ে যুৎসই রূপায়ন করা যুগের দাবীও বটে। যাই হোক, অযথা 'বকওয়াস' না করে গল্পের কাহিনীতে আসি।

ইঁদুরের কৃপায় বেঁচে যাওয়া সেই সিংহ মামা এখন বনের খাদ্য দফতরের মন্ত্রী।সেই ইঁদুরটাও এখন তার অফিসের পিয়ন।সিংহ প্রতিদিন দুপুরের লাঞ্চের পর তার এসি গুহায় মনের সুখে দিবানিদ্রা দেয়।সিংহের মেজাজ-মর্জি এখন বুঝাই দুস্কর।মন্ত্রী হওয়ার পর তার মাথাটা আগের চেয়ে একটু বেশিই গরম হয়েছে বোধ হয়! তাই দিবানিদ্রাকালীন তাকে কোনভাবে বিরক্ত করা কঠোরভাবে নিষেধ।সুতরাং ভুল করেও কেউ একাজ করতে আসে না।

একদিন দুপুরে ভূরিভোজ সেরে যথানিয়মে সিংহ দিবানিদ্রায় আচ্ছন্ন।এসময় জরুরী প্রয়োজনে ইঁদুর তার গুহায় ঢুকে পড়ে।কিন্তু দরজা খোলার শব্দে তার নিদ্রা টুটে যায়।সিংহ ইঁদুরকে খপ করে ধরে ফেলে হুংকার দিয়ে বললো, তোরে কতবার কইছি ঘুমের সময় ডিস্টার্ব করবি না!আইজ তোর একদিন কী আমার একদিন।তোর চাকুরি এখুনি “নট” কইরা দিমু।সিংহ রাগে গজরাতে থাকে।তার চোখ দিয়ে যেন আগুন ঠিকরে পড়ে।

বেচারা ইঁদুর হাতজোড় করে কাঁদতে লাগলো- স্যার গো,ভূল হয়া গেছে, এবারের মতো মাফ কইরা দ্যান।অভাবের সংসার।তিন পোলা,দুই মাইয়া সাথে আমার বউ- সবাই না খাইতে পাইয়া মইরা যামু।স্যার,এমনও হইতে পারে- একদিন আপনারে আমিই বিপদ হইতে বাঁচামু।
- হা হা হা,তুই আমারে বাঁচাবি?হাসতে হাসতে ইঁদুরকে ছেড়ে দেয় সিংহ।

এর কিছুদিন বাদের ঘটনা। দুর্নীতিবাজদের ধরতে বনে ফাঁদ পাতে দুর্নীতি দমন কমিশনের অফিসাররা।সেই ফাঁদে আটকা পড়ে সিংহ।কঠিন জাল,ছাড়া পাবার জন্য আপ্রাণ চেষ্টা চালায় সে,কিন্তু পারে না।এই বিপদের কালে হঠাৎ উদয় হয় ইঁদুরের।ফাঁদের নিকটে গিয়ে ভালো করে পরখ করে বললো,জাল বহুত শক্ত,স্যার।সিংহকে দেখেয়ি ইঁদুর একে একে বলতে লাগলো, এইটা আপনার বিদেশী ব্যাংক একাউন্টের ফাঁস,এইটা ঘুষ খাওয়ার ফাঁস, এইটা বনের সম্পদ অবৈধভাবে নিজের কাজে ব্যবহারের ফাঁস,এইটা জমি দখলের ফাঁস,এইটা পচা খাদ্য আমদানীর ফাঁস,এইটা নিরীহ পশুদের উপর অত্যাচারের ফাঁস…..।এতো ফাঁস গলে বের হওয়াটা 'ডিফিকাল্ট'।
তয় স্যার,আপনে কোন টেনশন লইয়েন না।আমি আপনারে মুক্ত কইরা দিতাছি।এই বলে ইঁদুর কুট-কুট করে ফাঁদ কেটে সিংহকে মুক্ত করলো এবং দাঁত বের করে বললো, স্যার,কইছিলাম না একদিন আপনারে আমিই বিপদ হতে বাঁচামু?এহন দ্যাখলেন তো?ছোট বইলা কাউরে অবহেলা করবেন না।

সিংহ ইঁদুরকে কাছে ডাকলো।ইঁদুর খুশির চোটে মনে মনে বগল বাজাতে লাগলো- এইবার প্রমোশন ঠেকায় কে!
কাছে যেতেই সিংহ ফিসফিস করে বললো, “তুই অনেক কিছু জাইনা গেছস রে,তোরে আর বাঁচাইয়া রাখা ঠিক অইবো না,গুড বাই..”।একথা বলেই বেচারা ইঁদুরকে খপ্ করে ধরে ট্যাবলেটের মতো গপ্ করে গিলে ফেললো!

মোরাল অব দ্যা স্টোরি: কারো উপকার করা ভালো কাজ,তাই বলে যার-তার উপকার করতে যাবেন না।কারন,খারাপ লোকের কাছ থেকে ভালো কিছু আশা করা নেহাত বোকামো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.