নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

জালিয়াতি থেকে রক্ষা পাওয়ার উপায় কি, মাননীয় প্রধান উপদেষ্টা?

২৯ শে জানুয়ারি, ২০২৬ রাত ৯:৪৯



জালিয়াতি -১
কয়েক মাস আগে, লন্ডন থেকে আমার এক আত্মীয় ফেসবুকে ম্যাসেজ করলেন যে, ডঃ মুহাম্মদ ইউনুসের সাথে আমার একটি ফোটোকার্ড ইন্টারনেট দুনিয়া কাঁপিয়ে দিচ্ছে। আমি চমকে উঠলাম! ডঃ ইউনুসের সাথে আমার ফোটো! উনার সাথে তো আমার দেখাই হয় নাই, ফোটো আসবে কোথা থেকে!

পরে সেই আত্মীয়ের দেওয়া লিংক থেকে জানতে পারলাম, 'গ্রামের রাজনীতি' নামক একটি ফেসবুক পেইজ, একটি ডাস্টবিনে আমার ময়লা ফেলার ছবি দিয়েছে। আর, ডাস্টবিনে ইউনুস সাহেবের ছবি জুড়ে দেওয়া! শুধু তা-ই নয়, তাতে হাজার হাজার লাইক এবং কমেন্ট! সবই আওয়ামী ঘরানার।

জালিয়াতি -২
আমার ম্যাসেজ সেকশনে প্রত্যেক দিন অনবরতঃ ম্যাসেজ আসে এটা জানিয়ে যে, আমি বুঝি লক্ষ টাকার জ্যাকপট পেয়েছি। জীবনে কখনো জুয়ার ধারে কাছে যাই নাই। তারপরও, কারা এইসব ভুয়া জিনিস পাঠায়!

জালিয়াতি - ৩
কয়েক দিন আগে ডঃ এমাম নামের আমেরিকার একজন মানুষ আমাকে ইমেইল করেছে। লোকটা আমাকে জানালো যে, আমার সাথে ব্যবসা করতে চায়। একটি ঔষধি প্রোডাক্টের ছবি পাঠিয়ে বলছে, ভারত বা মালয়েশিয়া থেকে ঐ প্রডাক্ট সাপ্লাই দিতে হবে। পরে, কয়েকটি ইমেইল চালাচালির পরে বুঝতে পারি, ঐ ফার্মাসিউটিক্যাল কোম্পানীর কোন অস্তিত্ব নেই। তারা আমেরিকা এফ,ডি,এ -এর অন্তর্ভুক্ত কেউ নয়।

জালিয়াতি - ৪
আওয়ামী আমলে আমার কাছে একটি জাতীয় এন,জি,ও-এর বড় পদে থাকা ব্যক্তি দেখা করতে আসলেন। সাথে ২০ কোটি টাকার প্রজেক্টের প্রস্তাব। আমি খুশি হলাম। গভার্নমেন্টের প্রজেক্ট! কিন্তু, আলোচনার এক পর্যায়ে তিনি জানালেন, প্রজেক্টের ১০ কোটি টাকা কেটে রাখা হবে কমিশন হিসেবে। আমি হিসাব করে দেখলাম, ১০ কোটি টাকা দেওয়ার পরেও আমার কাছে ৩ কোটি টাকা প্রফিট থাকবে। বুঝুন ঠেলা!

জালিয়াতি -৫
আপ্যামী আমলে আমার কাছে ইসলামী ব্যাংকগুলোতে লোক নিয়োগ দেওয়ার একটি প্রজেক্ট আসে। আমার কাজ, মানুষ যোগান দেওয়া। প্রত্যে জুনিয়র অফিসারের জন্যে ৫ লক্ষ টাকা আর জেনারেল অফিসারের জন্যে ১২ লক্ষ টাকা নিতে হবে। প্রস্তাব নিয়ে এসেছিলেন তখনকার জাতীয় পার্টির একজন সিনিয়র নেতা।

জালিয়াতি - ৬
এবার আসি, সামুর অভিজ্ঞতায়। আমাদের সামুতে জাল নিক থেকে এটাক তো অহরহ ঘটতো। একের পর এক নিক খুলে অন্যদের নোংরা আক্রমণ করে জালিয়াতি করে যাচ্ছেন 'চাঁদগাজী' ভাইয়ের মতো অনেকে। একবার তো প্রয়াত ব্লগার নুরু ভাইয়ের পোস্টে পর্ণ এটাক হয়েছিলো। কি যে বিশ্রী ব্যাপার!


ছবিঃ দৈনিক কালবেলা


মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:১৭

সৈয়দ কুতুব বলেছেন: তাই বলে রাষ্ট্রনায়ক এই কথা পাবলিকলি বললে মানায়?

২৯ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:২৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



উনি রাষ্ট্রনায়ক হলেও, একজন মানুষ। সুপারহিউম্যান নন।
উনি হতাশ এটা বুঝতে পারা যাচ্ছে।

আর, রষ্ট্রনায়করা সত্যি কথা পাবলিকলি বলা ভালো । যেহেতু, উনি একজন পাবলিক ফিগার। অনেক পোড় খাওয়া মানুষ।

শুভেচ্ছা নিরন্তর।

২| ২৯ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:২৬

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশ একজন জালিয়াতি তে কত নম্বর? কোন দেশে জালিয়াত নাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.