| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামনের ইলেকশনে যদি ডিপস্টেট, জামাত ও এঞ্চিপির যৌথ প্রচেষ্টায় 'ইলেকশন ইঞ্জিনিয়ারিং' বা 'মেকানিজম' হয় (যেটার সম্ভাবনা নিয়ে অনেকেই আলোচনা করছেন অনলাইন-অফলাইন-দুই জায়গাতেই), তবে কি বিএনপি সেটা ঠেকাতে পারবে? পারবে কি সেই মেকানিজমের বিরুদ্ধে পাল্টা মেকানিজম করতে? সেই কাজের জন্য পর্যাপ্ত সময় কি আর তাদের হাতে আছে? আমার তা মনে হয় না! কাজেই তারেক রহমানের সমাবেশে লাখ-লাখ লোকের উপস্থিতিতের কোনো চূড়ান্ত মাহাত্ম্য কি আছে?
এখনো বিশ্বাস করি ভোট সলিড ও সুষ্ঠু হলে বিএনপিই ক্ষমতায় আসবে...কিন্তু মেকানিজম হলে, আমার ধারণা ফলাফল ঘোরতরভাবে বিএনপির বিপক্ষেই যাবে!
এটা যদি বিএনপি ঠেকাতে না পারে...??
মনে পড়ে যাচ্ছে, পলাশীর যুদ্ধের সেই স্মৃতি...বিপুল সংখ্যক সৈন্য নিয়ে নবাব সিরাজউদ্দৌলাহর বাহিনি বিশ্বাসঘাতকদের প্ররোচণায় ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ না করে স্রেফ দাঁড়িয়ে ছিল। দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী দল হবার পরও নিজেদের সঠিক রাজনৈতিক কুশলতার অভাবে কোটি কোটি কর্মী সমর্থক নিয়ে বিএনপিও কি দেশের ও গণতন্ত্ররের পতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? দেশবিরোধী ও উগ্রবাদীদের হাতে দেশের ক্ষমতা চলে যেতে দেখবে??
২৯ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৪৪
শেহজাদ আমান বলেছেন: সমস্যা হচ্ছে ডিপস্টেট, জামাত, এঞ্চিপি সেটা যেকোনোমূল্যে ঠেকাতে বদ্ধ পরিকর। এদের পক্ষেই ইউনুস সরকারের অবস্থান বলে ধারণা করা যায়। কাজেই তারেক রহমানের লক্ষ্য কি এত সহজে পূরণ হবে?
২|
২৯ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬
সৈয়দ কুতুব বলেছেন: আপনি যেটা বলছেন এরকম কিছু ঘটলে দেশে গৃহযুদ্ধ হবে। বিএনপি কারচুপি মেনে নিবে না।
২৯ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫০
শেহজাদ আমান বলেছেন: সমস্যা হচ্ছে, বিএনপির কি সেই গাটসও আছে? নাকি ২০১৮-এর মতো এবারও নির্বাচনে চরম কৃত্রিম পরাজয়ের পরও চুপ হয়ে বসে থাকবে??
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: তারেক রহমান প্রধানমন্ত্রী হতে এসেছেন ; বিরোধী দলের নেতা হতে নন।