নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যান্বেষী

আবেদ আল ইসলাম

আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা!

আবেদ আল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

আমাকে ভুঁড়ি নিয়ে থাকতে দাও...

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৫

অনেকেই দেখছি দেওয়ানবাগী পীরের বিশাল ভুঁড়ি নিয়ে নানান কিসিমের বাঁকা বাঁকা কথা বলছেন। কেউ বলছেন ভুঁড়ি তো নয়, আস্ত জাহান্নাম। আবার কেউ বলছেন এটা নাকি কেরামতির গুদাম। আরে ভাই, আপনাদের কারনে তো দেখছি মানুষে খাওয়া-দাওয়া ছেড়ে উপোস করে মরতে হবে!

আপনাদের বলছি, শুনুন, এটাও বাজানের একটা ইস্পিশাল কেরামতি!
ধুত্তুরি! মাথা চুলকাচ্ছেন ক্যান? বিশ্বাস হচ্ছে না তো?
এবার তাইলে শুনুন ঘটনার পিছনের আসল ঘটনা। আমরা দীর্ঘ ইনভেস্টিগেশন করে এ তথ্য উদঘাটন করতে সক্ষম হয়েছি। শুনুন তাইলে মনোযোগ দিয়ে।

আল্লাহ পাক পীর সাহেবকে তো আর দুনিয়ার যশ-খ্যাতি, অর্থ-সম্পদ ( সাথে ধান্ধাবাজির বুদ্ধি ) কোন কিছুই কম দেননি। সারাদেশে উনার কত্তো পরিচিতি, কত্তো বিশাল উনার ভক্তবৃন্দের বহর, গত দু-এক দিনে অবশ্যই টের পেয়েছেন। উনার আশেকান-জাকেরানে সারাদেশ গিজগিজ করছে!

এবার বলুন তো, এতোকিছুর সাথে সাথে বাজানের যদি বোম্বের নায়কদের মতো সিক্সপ্যাক থাকতো, তাহলে অবস্থা কী দাঁড়াতো? নায়িকা-মডেল থেকে শুরু করে ভক্তবৃন্দের সুন্দরী বৌয়েরা উনার উপরে ক্রাশ খেয়ে পড়তো না?
এ্যাঁ, এতোসব ঝামেলা, মানে হলো গিয়ে নারীর ফেতনা থেকে বাঁচার জন্যই হুজুর ইচ্ছে করেই উনার ভুঁড়ির এই বিশাল সাইজ বানিয়েছেন। এমনও হতে পারে, উনার আসলে কোন ভুঁড়িই নেই, জামার নিচে বালিশ বা গ্যাস বেলুন লাগানো!

যাইহোক, উনি কিন্তু এ যুগের সুফী সম্রাট। তাই কিছু বলার আগে অন্তত দশবার ভেবে নিবেন। বলা তো আর যায় না, কখন রোষানলে পুড়ে ছারখার হয়ে যান!

[ এ লেখাটি যখন লিখছি, দেওয়ানবাগী ইউনাইটেড হাসপাতালের আইসিউতে জীবন-মত্যুর সন্ধিক্ষণে রয়েছে। যদি সুস্থও হয়, আল্লাহ পাক যেন তাকে হেদায়াত নসীব করেন । হে আল্লাহ পাক, আপনি বাকী ভণ্ডদেরও হেদায়াত দান করুন ]

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩০

সচেতনহ্যাপী বলেছেন: শিরোনাম নিয়ে বলছি, লিখেছেন বটে কিন্তু তা কি আর থকতে দিলেন!! যেভাবে চৌদ্দগুষ্টি উদ্ধার করলেন...।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৫

আবেদ আল ইসলাম বলেছেন: তাই নাকি!

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:২৩

চাঁদগাজী বলেছেন:

"[ এ লেখাটি যখন লিখছি, দেওয়ানবাগী ইউনাইটেড হাসপাতালের আইসিউতে জীবন-মত্যুর সন্ধিক্ষণে রয়েছে। যদি সুস্থও হয়, আল্লাহ পাক যেন তাকে হেদায়াত নসীব করেন । হে আল্লাহ পাক, আপনি বাকী ভণ্ডদে
রও হেদায়াত দান করুন ] "

-বাকী ভন্ডদের হেদায়েত করলে, আমরা তো আপনার হারাবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.