নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যান্বেষী

আবেদ আল ইসলাম

আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা!

আবেদ আল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

আমাদের এই নগরে স্বাগতম

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৫


চট্টগ্রাম শহরে কি কোন বাতের রোগী আছে? থাকার তো কথা নয়। তারপরেও কারো বাত থেকে থাকলে রাস্তায় বেরিয়ে পড়ুন। উঠে পড়ুন কোন লোকাল পরিবহনে। সপ্তাহে এরকম আধ ঘন্টার জার্নি পারে আপনাকে চিরতরে বাতের ব্যথা থেকে মুক্তি দিতে । তবে একটু সতর্ক থাকবেন, মাত্রাতিরিক্ত ঝাঁকুনিতে আবার হাত-পা-কোমরের জোড়া যেন খুলে না যায়!

শাওয়ারে কিংবা বালতির পানিতে গোসল করতে করতে আপনি কি ত্যক্ত-বিরক্ত?
এরও সমাধান আছে। শুধু বৃষ্টির জন্য একটু অপেক্ষা করুন। শহরের যে কোন রাস্তায় মনের সুখে সাঁতার কাটতে পারবেন।

মশা মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। মশার কামড় বিহীন জীবন নুন ছাড়া ডালের মতো। কোন কারনে আপনি যদি মশার কামড় মিস করেন, তবে চলে আসুন। ইহজনমে আর ভুলতে পারবেন না।


মহাসড়কে পুকুর কেটে মৎস চাষ প্রকল্প করার সুপ্ত খায়েশ আছে আপনার? তবে মেগাসিটিতে এসে চেষ্টা করে দেখতে পারেন।

আহা! মৎস মারিব খাইবো সুখে
কী আনন্দ লাগছে বুকে!

স্বাগতম আমাদের এই মেগাসিটিতে !

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২০

মরুচারী বেদুঈন বলেছেন: কিইয়েন না ভাই, অনেকে লজ্জা পাইতে পারে®

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০৮

আবেদ আল ইসলাম বলেছেন: হাচা কথা

২| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৫

মলাসইলমুইনা বলেছেন: আমার ছোটবেলার স্বপ্ন স্মৃতির চিটাগাং ! আমার জীবনের প্রথম চাকুরীর শহর ! এর এই অবস্থা কেন ? শহরের কোন এলাকার ফটো এগুলো ?

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১০

আবেদ আল ইসলাম বলেছেন: ভাই, পুরো শহরের অবস্থা মোটামুটি একই রকম। লালখান থেক নতুন ব্রীজ, মুরাদপুর-অক্সিজেন রোডের অবস্থা বর্ণনার পর্যায়ে নাই

৩| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার জন্ম থেকে শুরু করে সবকিছুই চট্টগ্রামে। মাত্র ৩ বছর আগে ছেড়েছি। খুব কষ্ট লাগে এই শহরের এই অবস্থা দেখলে...

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১২

আবেদ আল ইসলাম বলেছেন: পাঁচ বছরে আগে প্রথম যখন চট্টগ্রাম আসি, শহরটা দেখার মতো ছিলো। এখন দেখলে রাকা কিংবা আলেপ্পো মনে হবে!

৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৫

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন বাতের মহৌষধ

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৪

আবেদ আল ইসলাম বলেছেন: ফ্রিতে এটুকু তো পাচ্ছি!

৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২৪

মলাসইলমুইনা বলেছেন: চিটাগাং সিটি কর্পোরেশনের আইসিস নেতাদের মুর্দাবাদ বলবো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.