![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা!
এতোদিন ‘মডারেট মুসলিম’ নাম শুনেছি, এখন নতুন আরেক ধরণের মুসলিম চোখে পড়ছে- মাস্তিক মুসলিম! ভ্রু কুঁচকে হয়তো ভাবছেন এ আবার কেমন মুসলিম রে বাবা! চলুন তাইলে পরিচয় করিয়ে দিই।
মাস্তির বিপরীত সংযম। সেজন্য শুরু করি রোযা থেকেই। মাস্তিকরা রোযা না রাখলেও ইফতারে থাকে আইটেমের বিশাল বহর। রোযার পুণ্যি থেকে বঞ্চিত হলোইবা, কিন্তু ইফতারের স্বাদ থেকে মাহরুম হওয়ার মতো নফরমান বান্দাহ নয় এরা! আর যদি কোনক্রমে রোযা রাখেও, প্রতি মুহূর্তের ফিলিং ছবিসমেত ফেসবুকে পোস্ট হবে। ঈদের প্রস্তুতি শুরু হয় রোযার আগে থেকেই! ঈদের জামাতে না আসলেও অন্যদিকে ডিজে পার্টির প্রস্তুতি চলে। বিকেল থেকেই শুরু হয় পার্টি। ঈদ সেলিব্রেশন পার্টি। কেউ কেউ তো আরো কয়েকধাপ এগিয়ে। চাঁদ উঠার সাথে সাথেই নানান কিসিমের যন্ত্রসহযোগে গান বাজানো শুরু করে, এবং সেটা অবশ্যই হিন্দি গান! পরের দিন শুরু হয় সফর। খোলা ট্রাকে সাউন্স সিস্টেমে উচ্চ আওয়াজে গান বাজিয়ে পাড়া কাঁপিয়ে যাত্রা। সাথে তাণ্ডবনৃত্য! যদিও তাদের এই সফর আমাদের জন্য suffer!
এই তো গেলো রোযার ঈদ। এবার আসি কুরবানির ঈদে। কুরবানির প্রথম প্রস্তুতি শুরু হয় গরুর হাট থেকে। বিরাট গরুর সাথে বিরাট একটা গ্রুপ ছবি না হোক; অন্তত একটা সেলফি তো নেয়া চাইই চাই। এরপর গরু কিনলে সেটার মূল্য, সাথে বিগত কয়েকবছরেরটাও জানিয়ে সেলফিসমেত ফেসবুকে পোস্ট দিবে।
ফর এক্সাম্পল-
“হাই গাইজ,
কুরবানির গরু কিনলাম। ১ লাখ ৩০ হাজার। কেমন হলো? অবশ্য গতবারেরটার চেয়ে একটু বেশি দাম পড়েছে। গতবার কিনেছি ১ লাখ ২৮ হাজার দিয়ে! এর আগেরটা ১ লাখ ২০ দিয়ে।”
এবার জবাহ্'র ছবি, গরুর উপরে বসা ছবি, গোস্ত খাওয়ার ছবি সব ফেসবুকে আপলোড হবে। এরপর মৌজ মাস্তি কি বাদ যাবে? অবশ্যই না। আবার রোযার ঈদের পুনরাবৃত্তি!
ধর্মীয় অনুষ্ঠানে যদি এতোটা লাগামছাড়া হয়, তাহলে ধর্মে অননুমোদিত বা সম্পর্কহীন অনুষ্ঠানে এরা কেমন করে বা করবে ভাবুন তো! এদের নিউইয়ার সেলিব্রেশন দেখে পশ্চিমারও হয়তো মনের দুঃখে কেঁদে ফেলবে কিংবা হাসতে হাসতে জ্ঞান হারাবে। দুই দিনের বৈরাগী, ভাতেরে কয় অন্ন! বিজয় দিবস উদযাপন দেখলে আমার ভয় হয়- এই বুঝি শহীদেরা জিন্দা হয়ে ওদের গলা টিপে খুন করে ফেলে! ভাষা দিবস উদযাপন করা দেখলে সালাম, জাব্বার, রফিক, বরকতেরা হার্ট এ্যাটাক করতো! বাংলা নববর্ষ উদযাপন দেখলে মহামতি আকবর বলতো, “হায় খোদা! ক্যান যে এই জাতিরে নতুন পঞ্জিকা দিলাম!!!”
ভাবছেন ওরা ধর্ম কর্ম কিছু করে না? করে করে। আলবৎ করে। আপনার আমার চেয়ে বেশি করে! ফি বছর বড় বক্তা দাওয়াত দিয়ে আজিমুশ্বান মাহফিলের আয়োজন করে। বিরাট গরু ছাগলের হাট থেকে বিশাল বিশাল গরু কিনে বিরিয়ানি করে মানুষদের খাওয়ায়। তীর্থে যায়। নারী-পুরুষের ভেদাভেদ ভুলে মাইক বাজিয়ে বড় বড় ওরসগুলোতে শরীক হয়। গরু-মহিষ দান করে দো-জাহানের অশেষ নেকি হাসিল করে। ওরস আয়োজকদের পক্ষ থেকে জান্নাতের নিশ্চয়তা লাভ করে। আর কী চাই?
তবে একটা বিষয়ে আপনাকে গ্যারান্টি দিতে পারি- এদেরকে জুম্মা ছাড়া অন্য নামায কষ্মিনকালেও আদায় করতে নাও দেখতে পারেন। যেখানে আনন্দ ফুর্তি, সেখানেই এদের পাওয়া যাবে। ধর্ম-অধর্ম কোন ম্যাটার না।
ওহ, আরেকটা বিষয়ে বলতে ভুলে গেছি। পুজো, হোলি বা বলি; মন্দির, প্যাগোডা, চার্চ কিংবা গির্জায় ওদের অবাধ পদচারণা দেখতে পারেন। ওরা বেশ কালচার্ড আর অসাম্প্রদায়িক তো! আমরা না হয় একটু পিছিয়েই থাকলাম। তাতে এমন আর কি হাতি-ঘোড়া বয়ে গেলো!
০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১:০৫
আবেদ আল ইসলাম বলেছেন: ভয়ংকর ব্যাপার
২| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৮
মুচি বলেছেন: ভালো বলেছেন।
০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১:০৫
আবেদ আল ইসলাম বলেছেন: ধন্যবাদ
৩| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৭
মরুচারী বেদুঈন বলেছেন: এদের সাইজটা অনেক বেশি!
এরা যে বেড়ে চলেছে দিবানিশি!
০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১:০৫
আবেদ আল ইসলাম বলেছেন: থামাবে কে?
৪| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৭
হাসান কালবৈশাখী বলেছেন:
এতক্ষণ ঠিক ছিল।
বাট যখন বিজয় দিবস, ভাষাসৈনিকদের নিয়ে কটাক্ষ...
তু ছাগু হ্যায়।
০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১:০৭
আবেদ আল ইসলাম বলেছেন: আঁই কান্দি দিমু
৫| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৩
আবু তালেব শেখ বলেছেন: শিরোনাম দেখে ভেবেছিলাম হইতো মুসলমানদের হেয় করার জন্য কিন্তু পড়ে দেখলাম কথাগুলো একেবারেই সঠিক।
০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১:০৬
আবেদ আল ইসলাম বলেছেন: ধন্যবাদ
৬| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৮
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: এদের হাইব্রিড মুসলিমও বলা হয়।
০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১:০৪
আবেদ আল ইসলাম বলেছেন: হ। হাঁচা কথা কইসেন
৭| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১:২৯
সচেতনহ্যাপী বলেছেন: নামটা সুন্দর, মাস্তি মুসলিম।। এবং এদের সংখ্যাই আমাদের সমাজে বেশী।।
৮| ০২ রা জানুয়ারি, ২০১৮ ভোর ৪:৪৬
চাঁদগাজী বলেছেন:
সব ধর্মই এখন এই রকম; মানুষ বদলে যাচ্ছে
৯| ০২ রা জানুয়ারি, ২০১৮ ভোর ৫:৪১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: নামটা সেইরাম দিয়েছেন। এই মাস্তিক মুসলমানরাই 'ঈদের নাটক', 'ঈদের সিনেমা' তৈরি করে...
১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩০
আবেদ আল ইসলাম বলেছেন: ধন্যবাদ
১০| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:১৮
খাঁজা বাবা বলেছেন: জিং জিং খেলা আবার কোনটা? @চাঁদগাজী
১১| ০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৪
আবু সায়েদ বলেছেন: এদের জন্য আফসোস হয়।
১২| ০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৫
আবু সায়েদ বলেছেন: এদের জন্য আফসোস হয়।
১৩| ০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: এই সর্বনাশা খেলা থামানোর কোন উপায় বা লক্ষণ দেখতেছিনা এইটাই বড় দুঃখের কথা।
১৪| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৮
মোঃ আল মামুন শাহ্ বলেছেন: শুরুটা চরম ভাই।
১৫| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৫
উদাসী স্বপ্ন বলেছেন: আসুন সবাই একতাবদ্ধ হয়ে এসব জিংজিং খেলোয়াড়দের আল্লাহু আকবর বলে বোমা মেরে এদের মেশিন উড়িয়ে খেলাফত কায়েম করি
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৬
চাঁদগাজী বলেছেন:
এরা তো মাস্তি মাস্তি লোকজন!
এরা নাকি বিয়ে না করে গার্লফ্রন্ড রাখে, বিয়ে না করেও জিংজিং খেলে?