নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ মানেই মনের কথা খুলে বলা।

আজমাঈন মুগ্ধ

ব্লগে ব্লগে চলবে আড্ডা,খেলা হবে সামনাসামনি।

আজমাঈন মুগ্ধ › বিস্তারিত পোস্টঃ

মত প্রকাশের স্বাধীনতা চাই!!!

০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

অভিজিৎ,রাজীব,ওয়াশিকুর,নীলান্দ্র,দীপন পরবর্তী কে???আপনি??না আমি???এরা কি জন্য আজ নেই তা মানুষ জানে বুঝে।এদের সাথে যোগ দিতে চান!!আসুন আমি আপনিও কলম ধরি এসব অনাচার অবিচারের বিরুদ্ধে,কলম ধরি ধর্মের নাম ভেঙে খাওয়া ভন্ডদের বিরুদ্ধে।কাল হয়তো আমার,আপনার একটা লাশের ছবির সঙ্গে বড় করে নাম দিয়ে কোন সনাম ধন্য পত্রিকায় রিপোর্ট বের হবে।সেই রিপোর্টে বেশ সুন্দর করে বর্ণনা থাকবে আমার আপনার খুন হওয়ার।তা পড়বে শত শত জনগণ। একদলের দৌড় হবে শুধু মন ভাড় করে দেশ নিয়ে বড় বড় কথা বলা পর্যন্তই।তাও তাদের সে কথা বাড়ির দেওয়ালের চার সীমানার বাইর অবধিও যাবেনা।আরেক দল আছে যাদের শরীরে বইতে থাকবে ধিক্কার, লজ্জা।এই লজ্জা নিজ দেশের প্রতি নিজ দেশের ভাইদের প্রতি।তারা নিজের মনঃ ব্যথা হালকা করার তরে কলম নিয়ে বসবে।তাদের লেখা যদি কোন কারণে হাজার মানুষের হৃদয় ছুয়ে যায়।লেখায় যদি থাকে প্রতিশোধ নেয়ার স্পৃহা জাগানিয়ারর ক্ষমতা,তবে তাদেরও লাশের ছবি সমেত পত্রিকার রিপোর্ট হওয়া প্রায় নিশ্চিত হয়ে যায়।এভাবে জানিনা কত কলমধারীর লাশের ছবি পত্রিকায় আসবে।খুব লজ্জা হয় যখন মনে পড়ে আমরা বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত।বঙ্গবন্ধু কি এমন দেশ চেয়েছিলো!!!যেখানে স্বাধীন মত প্রকাশ করলেই পত্রিকায় নিজের লাশসমেত ছবি হতে হয়!!!যেখানে একের পর এক কলমধারী স্বাধীন মত প্রকাশের জন্য শুয়ে পড়বে সেই সাড়ে তিন হাত মাটির ঘরে আর সবাই বসে শুধু হা হুতাশার মধ্যেই সীমাবদ্ধ থাকবো!!!অবশেষে তা ঢাকতে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করা হবে!!!আজ আমি আমার মনের আঙিনার কিছু কথা তুলে ধরলাম কে জানে হয়তো এই অপরাধেই কাল পরশু আমারও লাশের ছবি পত্রিকায় আসতে পারে।আজও হয়তো তাও কলম ধরার দু একজন আছে,কাল পরশু তাও থাকবে কিনা তাতে সন্দেহর তীড় ছুড়তেই পারি।কেন পারি তা আপনারাই ভালো জানেন।ভাবুন আপনারা।সে পর্যন্ত শুভ কামনা রইল বাংলাদেশের জন্য।ভালোবাসা রইলো বঙ্গালীর তরে। :)

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.