| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আমার সেই তুমি কি ভিজো এখনও বৃষ্টিতে,
হাটো শিশির ঘাসে,এলোচুল কি মেলে দাও সোনালী রৌদ্রে?
হাসি কি রয়েছে তোমার সেই হৃদস্পন্দন থামানো?
রয়েছে কি তোমার সেই সরলতা,চঞ্চল চোখের মায়াবী খেলা!
পড়ন্ত বিকেলে রয় কি কারো ছায়া তোমার পাশে?
একবার পিছে মুড়ে দেখো আমি বসে রয়েছি সেই নদীর তীরের আলো ছায়ায়
যেথায় হয়েছিলো তোমার আমার পরিচয়,প্রণয়,বিচ্ছেদ।
ভালোবাসতে চাই তোমাকে???দাও না একটুকু ভালোবাসা আমায়।
আজ আমি সত্যি খুবই একা।আসছে পূর্ণিমা। আসছে বসন্ত।আমি পাশে চাই তোমাকে,শুধুই তোমাকে।
তোমার ভেজানো এলো চুল যখন ছাদে মেলে তুমি বসো আমি রাখতে চাই তখনই তোমার কোলে মাথা।
দাও আমায় তোমার একটুকরো মিষ্টি হাসি আর যদি পারো তবে সাথে দিও কিছু ভালোবাসা।
©somewhere in net ltd.