নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ মানেই মনের কথা খুলে বলা।

আজমাঈন মুগ্ধ

ব্লগে ব্লগে চলবে আড্ডা,খেলা হবে সামনাসামনি।

আজমাঈন মুগ্ধ › বিস্তারিত পোস্টঃ

নিষিদ্ধ পল্লিগুলোর রেট কমানো হোক!

২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৩

সেদিন সকালে ঘুম থেকে উঠেই স্বভাববশত মোবাইল নিয়ে ফেইসবুকে উঁকি দিলাম।হোমপেইজ কিছুটা স্ক্রল ডাউন করতে একটা মেয়ের সহাস্যমুখ ছবিতে চোখ আটকে গেলো।হাসিতে যে দীপ্তি যে প্রাণ তা সহজে চোখে পড়ার মত।তবে ছবির নিচে বড় বড় করে লেখা "প্রাণহীন হাসি,সোহাগী জাহান তনুর।"বেশ কৌতূহল নিয়ে পড়া শুরু করলাম।কিছুদূর পড়ে বুঝলাম ধর্ষণের পর হত্যা করা হয় তাকে।এ নিয়ে প্রশাসনের খুব বেশি মাথাব্যাথা নেই।আসলে এদেশের খুব অল্প সংখ্যক বিষয়ে প্রশাসনের মাথার ব্যাবহার দেখা যায়।তবে সে অল্প সংখ্যক বিষয় যে বেশ গুরুত্ববহ তা নিয়ে কোন সন্দেহ নেই।যেমন-কোন মন্ত্রীর পেট খারাপ হওয়ার পিছে কে দায়ী,মন্ত্রীর কেন ঘুম হচ্ছে না তার জন্য কে দায়ী, ইত্যাদি গুরুত্ববহ বিষয়ে প্রশাসন সদা ব্যাস্ত থাকে।তবে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই ব্যতিক্রম।তা আমরা সাভারের রানা প্লাজা ধ্বসের সময় দেখেছি।খবর পৌঁছামাত্র কিভাবে তিনি ছুটে গেছেন সেখানে,কিভাবে তিনি সকলের সাথে মিশেছেন,সাহায্যের হাত বাড়িয়েছেন।তবে আজ তনুর প্রতি যে অবিচার তার খবর কি তার কাছে পৌছিয়ে দেয়া হয়নি,নাকি পৌছিয়ে দেয়া হলেও তার কান তা নেয়নি। :3 খবর পড়তে পড়তে বিছানা ছেড়ে উঠলাম তবে উঠার পূর্বে ভালো করে মোবাইলে সাল দেখলাম।খেয়াল করলাম,নাহ!এ তো ১৯৭১ নয়।সেই পাকিস্তানের অংশ নয়।এ ২০১৬ এবং স্বাধীন বাংলাদেশ।যদি এ স্বাধীন বাংলাদেশই হবে তবে কেন এখানে সেই পাকবাহিনী, রাজাকারদের মত বঙ্গালীরা নিজের বোনদের ইজ্জত নেয়ার খেলায় মেতে উঠবে!নাকি আমরা আজো বঙ্গন্ধুর আদর্শ গায়ে মাখাতে পারিনি,গায়ে মেখে আছে সে সব পাকবাহিনী,রাজাকারদের দুশ্চরিত্রের রঙ!"তনু হত্যা" নিয়ে আন্দোলন হবে জানি,কিছু সাধারণ মানুষের আন্দোলন যারা আজ,কাল,পরশু,তরশু রাস্তায় থাকবে।অতঃপর সব আবার আগের মত হয়ে যাবে।প্রশাসনও হয়তবা খুব ব্যস্ততা দেখাবে এ নিয়ে তবে তা কতটা কাজ হবে আগেই জানি।দোষ দিবো কাকে জনগণকে?প্রশাসনকে?নাকি উপরমহলকে?আমি দোষ দেয়ার কেউ নই আমি অতি তুচ্ছ মানুষ।তবে আজ "আমি তুচ্ছ" যদি একসাথে অনেকগুলো করা যায় তবে তার যে ক্ষিপ্রতা,তেজ তাতে কিছুটা হলেও কাজ হবে।আর নতুবা কিছু করার নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আরো "তনূ" দেখবো।আর বলবো-"দেখ দোস্ত মাল যায়।"মাল খুব ভালো লাগলে পুরুষত্ব ফলাতে যেয়ে বর্বরতায় মেতে উঠবো,পুরো পুরুষ জাতিকে কলঙ্কিত করবো।আজ সে "তনু",কাল আপনার বোন,তারপরদিন আপনিই নয়তো? এরকম তনু সৃষ্টিকারীর হয়তো এভাবে আরো বাড়বে।তারা আমাদের মাঝেই লাল সবুজ পড়ে স্বাধীন দেশে সেসকল রাজাকারদের,পাকবাহিনীদের দুশ্চরিত্রের রঙ ঢেকে রাখবে।আমরা কিছু করতে পরবোনা যদি কিনা এই "আমি তুচ্ছ" একত্র না হই।আর যদি তা না হই তবে "তনু" সৃষ্টির দর্শক কেন হবো?"তনু" সৃষ্টিকারী হয়ে যাই।

কথা মোর ফুরিয়ে গেছে।চোখের কোণের জলে "তনুর" হাসি ছবিটিও ঘোলা হয়ে গেছে।সব শেষে কথা হচ্ছে এরকম "তনু" আর যাতে না সৃষ্টি হয় তার জন্য কি করবো?কাউকে দায়ী করবো?"তুচ্ছ আমি"একত্র হবো?নাকি সেসকল নিষিদ্ধ পল্লির রেট কমানোর দাবি জানাবো।যাতে সেখানে গিয়ে এসকল বর্বরতা,লালসা মিটিয়ে আসা যায় সহজে। :)

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৯

বিজন রয় বলেছেন: হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.