নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

LET'S START...........

যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর।

আজমান আন্দালিব

নিজের সম্পর্কে আর কি লিখবো, অন্যেরা যা ভাবছে তা-ই শেয়ার করবো...

আজমান আন্দালিব › বিস্তারিত পোস্টঃ

মোজাফফর স্যার এবং মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন- একটি স্মৃতিচারণা

২৬ শে মে, ২০১২ দুপুর ২:২২





সম্ভবত ২০০৮ সালে মোজাফফর স্যারের সাথে পরিচয় ঘটার সৌভাগ্য হয়েছিল। মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন নিয়ে সবে কাজ শুরু করেছি। কর্মসংস্থানমূলক শিক্ষা বাস্তবায়ন সম্ভাবনা নিয়ে স্যারের সাথে পরামর্শের জন্যই পরিচিত হওয়া। অনেক দিন স্যারের বাসায় গিয়েছি। বাসায়ই নিরিবিলি পরিবেশে স্যারের সাথে মতবিনিময় করেছি।



২০০৯ সালের ১৬ ডিসেম্বর মেঘনাপাড় স্কুলে বিজয় দিবস উদযাপন করবো। স্কুলের শিক্ষার্থীদের জন্য এমন একজনের মুখের কথা নিয়ে যেতে হবে যাতে শিক্ষার্থীরা উদ্দীপ্ত হয়। একদিন আগে স্যারের বাসায় চলে গেলাম। স্যারকে অনুরোধ করলাম এক মিনিটের একটি 'স্পিচ' দেওয়ার জন্য। এত সুন্দরভাবে গুছিয়ে এক মিনিটের একটি বাণী স্যার দিলেন- এই বাণীটিই স্কুলের জন্য একটি অনুপ্রেরণা।



২০০৯ সালের একুশে বইমেলায় প্রকাশের জন্য তড়িঘড়ি করে একটি সোশ্যাল ফিকশন লিখে ফেলেছি। বইটি মানসম্মত হয়েছে কিনা বুঝবো কি করে? স্যারকে অনুরোধ করলাম বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়ার জন্য। স্যার আগে বইটি পড়ে জানাবেন বললেন। স্যারকে এক কপি দিয়ে চলে আসলাম।



১৪ ফেব্রুয়ারি ২০০৯ বিশ্ব ভালোবাসার দিনটিকে বেছে নিয়েছি মোড়ক উন্মোচনের জন্য। স্যার পুরো বইটি পড়েছেন কিনা, আর পড়লেও বইটির মোড়ক উন্মোচনে রাজি হবেন কিনা আমি দ্বিধাগ্রস্ত। স্যারের মোবাইলে কল করে স্যারের কাছে সময় চাইলাম। পরদিন মোড়ক উন্মোচনে স্যারের সম্মতি নিয়ে আনন্দচিত্তে বাসায় চলে আসলাম।



মুক্তদেশ প্রকাশনী বইটি প্রকাশের দায়িত্ব নিয়েছিল। বইমেলার প্রথম সপ্তাহে সবগুলো কপি আমাকে সরবরাহ করবে প্রতিশ্রুতি থাকলেও ১৪ তারিখে মোড়ক উন্মোচনের জন্য মাত্র ৫ খানা বই সরবরাহ করলো প্রকাশনী সংস্থা। আর পুরো বই সরবরাহ করলো মেলার প্রায় শেষে। দুইখানা বই কোনোমতে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে উদ্বোধন হলো। মোড়ক উন্মোচন শেষে স্যারকে নিজ হাতে একটি মিষ্টি খাইয়েছিলাম। আরেকটি খাওয়ার অনুরোধ করলে স্যার ডায়াবেটিসের অজুহাত দেখিয়ে নিবৃত্ত রইলেন।



তখন আমার ক্যামেরা ছিলা না। কিছু ছবিও তোলা হয়েছিল অন্যের ক্যামেরায়। ছবিগুলো সংরক্ষণ করতে পারিনি। মোড়ক উন্মোচন উদ্বোধন বক্তৃতায় স্যার বইটি সম্পর্কে অনেক কথা বলেছেন। একটি কথা এখনও আমার কানে বাজে।

'বইটি পড়লে প্রথমে একটি ধাক্কা লাগবে মনে, পুরোটা শেষ করে এই ধাক্কার অবসান ঘটবে এই ভেবে যে লেখক কি বোঝাতে চেয়েছেন।'



মোজাফফর স্যারের সাথে অনেক স্মৃতির কথাই মনে পড়ে। অসীম জ্ঞানের ভাণ্ডার এই পণ্ডিত মানুষটি সাহসের সাথে দুর্নীতির বিরুদ্ধে আর বলবেন না, শিক্ষা নিয়ে কথা বলবেন না, ভাবতে খারাপ লাগছে। স্যার চলে গেছেন না ফেরার দেশে। কিন্তু স্যারের এই অমর বাণী যুগ যুগ ধরে টিকে থাকবে অনুপ্রেরণা হয়ে। মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের পক্ষ থেকে দোয়া স্যারের জন্য। স্যার আল্লাহ আপনাকে বেহেশ নসীব করুন।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১২ দুপুর ২:৫৯

ইমন জুবায়ের বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ।

২৬ শে মে, ২০১২ রাত ৮:৩২

আজমান আন্দালিব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ইমন জুবায়ের। ভালো থাকুন সবসময়।

২| ২৬ শে মে, ২০১২ রাত ১১:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: স্মৃতিচারণ ভালো লাগলো। মোজাফফর স্যারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

মুক্তদেশ-এর প্রকাশক কি জাবেদ ইমন মজুমদার?

২৭ শে মে, ২০১২ রাত ১২:০৬

আজমান আন্দালিব বলেছেন: হুমম...চিনেন নাকি?

৩| ২৬ শে মে, ২০১২ রাত ১১:২৮

এ হেলাল খান বলেছেন: ভাল লাগল।

২৭ শে মে, ২০১২ রাত ১২:০৭

আজমান আন্দালিব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা নিরন্তর।

৪| ২৭ শে মে, ২০১২ রাত ১২:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জাবেদ ইমনের সাথে পরিচয় হয় বাংলাবাজারে যাতায়াতের ফলে।

২৭ শে মে, ২০১২ রাত ১:০৫

আজমান আন্দালিব বলেছেন: ও তাই! আমার সাথেও বই ছাপানো বিষয়ে প্রথম পরিচয়। সো মাচ প্রফেশনাল...

৫| ২৭ শে মে, ২০১২ বিকাল ৪:২৮

ডেভিড বলেছেন: সত্যিই তাকে অনেক মিস করবো

২৭ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৩৯

আজমান আন্দালিব বলেছেন: অনেক ধন্যবাদ ডেভিড। স্যারকে সত্যিই মিস করবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.