![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কঠোর বাস্তববাদী।
দেশটা দুই নেত্রীকে চিরস্থায়ী ইজারা দিতে হবে।
বিশ্বে সর্ব প্রথম গনতন্ত্রের মোটা চাদর দিয়ে মুড়ে রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিক আইন এবং শরীয়া আইন একসাথে চালু করতে হবে। আর এজন্য প্রয়োজন:
১) বাংলাদেশকে দু'টি প্রদেশে ভাগ করতে হবে। উত্তর প্রদেশ এবং দক্ষিন প্রদেশ। প্রদেশ দু'টি হবে স্বায়ত্ব শাষিত। সর্বময় ক্ষমতার অধিকারী হবেন প্রদেশের প্রধান ব্যক্তি। উত্তর প্রদেশের শাষন ভার থাকবে বংশানুক্রমে জিয়া পরিবারের উপর এবং রাজধানী হবে বগুড়া। দক্ষিন প্রদেশের শাষন ভার থাকবে বংশানুক্রমে শেখ পরিবারের উপর এবং রাজধানী হবে গোপালগঞ্জ। (পাঁচ বছর পর পর ইলেকশনের খরচ বেচে যাবে, জনজীবনে শান্তি ফিরে আসবে) - এ ক্ষেত্রে আমরা রাজত্ন্ত্র চালু করবো।
২) ঢাকা বাংলাদেশের রাজধানী হিসেবে উভয় প্রদেশের আওতামুক্ত থাকবে এবং সরাসরি রাষ্ট্রপতি দ্বারা নিয়ন্ত্রত হবে। রাষ্ট্রপতি প্রতি পাঁচ বছরের জন্য সরাসরি জনগনের ভোটে নির্বাচিত হবেন।
৩) দেশে আইন পরিষদ থাকবে মোট তিনটি। কেন্দ্রের আইন পরিষদ গঠিত হবে সরাসরি জনগনের ভোটে নির্বাচিত এমপিদের দ্বারা। তাদের মধ্য থেকে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ গঠিত হবে। - এ ক্ষেত্রে আমরা গনত্ন্ত্র চর্চা করবো।
৪) উভয় প্রদেশের একটি করে আলাদা আইন পরিষদ থাকবে। এই আইন পরিষদগুলো পরিচালিত হবে সম্পূর্ণ সমাজতান্ত্রিক পদ্ধতিতে। মন্ত্রি, এমএলএ এবং নেতা নির্বাচিত হবে সমাজতান্ত্রিক পদ্ধতিতে। - এ ক্ষেত্রে আমরা সমাজত্ন্ত্র চর্চা করবো।
৫) সামাজিক এবং পারিবারিক আইন কানুনগুলো পরিচালিত হবে যার যার ধর্মে উল্লেখিত বিধান মতে। বাংলাদেশ যেহেতু মুসলিম প্রধান দেশ তাই - এ ক্ষেত্রে আমরা শরিয়া আ্ইন চর্চা করবো।
৬) সব ধরনের ক্রিমিনাল অফেন্স, ঘুষ, দুর্ণীতি ইত্যাদি সামরিক আইনে বিচার করতে হবে। - এ ক্ষেত্রে আমরা সামরিক আ্ইন চর্চা করবো।
৭) বর্তমানে আলোচ্য ইস্যু - নাস্তিকদের জন্য একটি নাস্তিক বোর্ড গঠন করে তাদের জন্য প্রয়োজনীয় আইন কানুন নির্ধারণ কর নিতে হবে।
তবে সব কিছুর আগে দেশের সবাই মিলে যুদ্ধাপরাধীদের ফাঁসি দেবার পর লাশগুলোসহ জামাত শিবিরের বাকিসব বুইড়া-ধারী এবং ছাওপোনাগুলারে বঙ্গপোসাগরের জলসীমা পার করে ফাকিস্তানে রপ্তানী করে দিতে হবে।
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৪
আজনবী বলেছেন: ভোট ক্যানমে দেয়?????
২| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৩
অয়োময় বলেছেন: হুম প্রস্তাব মন্দ না
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৩
আজনবী বলেছেন: আসেন এই দাবিতে আমরা ঐক্যমত গড়ে তুলি।
৩| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৬
বিষন্ন পথিক বলেছেন: খেলবো না। উত্তর প্রদেশ গরীব, লোকজন মন্ঙাতে থাকে, ইনশাল্লাহ উত্তর প্রদেশের লোকজন নিয়ে দক্ষিন প্রদেশকে ফ্যাসিস্ট, জুলুমবাজদের হাত থেকে রক্ষা করে নিয়ে আসব। আরেকজন বলবে দক্ষিন প্রদেশ রক্ষার কথা।
ভাই বাংলাদেশে এই চেইন অফ সাইকেল থেকে রেহাই নেই।
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৪
আজনবী বলেছেন: আগেতো ইজারা দেবার কাজ সম্পন্ন করি। তারপর দেখা যাবে।
৪| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৮
পিপাসার্ত বলেছেন: করে লাভ নাই, কারন এরা করে ক্ষমতার রাজনীতি। দুই ভাগে নতুন রাজনৈতিক শক্তি তৈরি হয়ে ক্ষমতার লড়াই এ অবতীর্ণ হবে। আবার ভাগ লাগবে। এই ভাগের কোন শেষ হবেনা। ভারত আমেরিকা ভাঙ্গা লাগেনা, ছোট দেশ ভাঙ্গা লাগবে এটা যুক্তিযুক্ত না। সমস্যা আচরনে আর ভদ্র লোক রাজনীতি তে না যাওয়ার কারনে।
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৩
আজনবী বলেছেন: যুক্তিদিয়ে এদেশে কোন কাজ হবে না।
আগে দেখেন দুই নেত্রী ভাগাভাগি করে চিরস্থায়ি ইজারা নিয়ে জনগনের শান্তি ফিরিয়ে দিতে রাজি হয় কিনা?
৫| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৯
রওনক বলেছেন: না না না।
আপনার উত্তর প্রদেশ এবং দক্ষিন প্রদেশ কোনভাবেই গ্রহন যোগ্য নয়।
তারচেয়ে জোড় বছর(সাল) এই দল আর বিজোড় বছর(সাল) ওই দল কর দেন।
এখন ভোট দেন কে জোড় বছর(সাল) নেব আর কে বিজোড় বছর(সাল) নেবে।
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৪
আজনবী বলেছেন: ইহাও অতি উত্তম প্রস্তাব। দেখেন তারা কোন প্রস্তাবে রাজি হয়।
৬| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৬
স্বপ্নতরী (রাজু) বলেছেন: আইচ্ছা ফুলিশ বাহিনী কি দেশের প্রধান নিরাপত্তার দায়িত্বে থাকবে? নাকি যার যার নিজর্স্ব বাহিনী থাকবে?
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৫
আজনবী বলেছেন: যার যার নিজর্স্ব বাহিনী না থাকলে কি তারা ভাগাভাগিতে রাজি হবে?
৭| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৯
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
ঢাকা কে দুই চার ভাগ কইরা উল্টাইয়া দিছে - এতো ভাগ করে কুনু লাভ নাই
যত দিন না লিডার আসবে -
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৬
আজনবী বলেছেন: ভাগাভাগি ছাড়া আরতো কোন রাস্তাও দেখছি না।
৮| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৬
ঘুড্ডির পাইলট বলেছেন: হেগোরে দেশ দিয়া চলেন আমরা দেশান্তরি হই ।
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৬
আজনবী বলেছেন: হ হেইডাই মনে হয় ভাল।
৯| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৬
মরমি বলেছেন: ফ্যান্টস্টিক! সকলের মতামত গ্রহনযোগ্য। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে।
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৭
আজনবী বলেছেন: না জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে।
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫১
নায়করাজ বলেছেন: ভুল করে ফেললেন। আগে ভোট দেয়া শিখেন।