![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কঠোর বাস্তববাদী।
আমি একটা গরু কিনতে চাই
সীমান্তে গরু কে বিক্রি করে তা জানি না।
যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না।
আমার নিজস্ব একেজাড়া ইলিশ আছে,
সেটা দিয়ে দিতাম গরুর বদলে।
কে না জানে গরুর চেয়ে ইলিশের দামই বেশি।
তবু আমি ইলিশের
বদলে গরুই কিনতাম।
কারণ আমি ঠকতে চাই।
যদি সীমান্ত পথে সারি সারি গরু আসে
ঝাকে ঝাকে ইলিশ যাবে পদ্মা থেকে গঙ্গায়।
বাংলার গরুর বদলে দিয়ে দেবো
একজোড়া খাঁটি পদ্মার ইলিশ
পঞ্জাবী গরুর বদলে চাটগাঁই আর
আসামী গরুর বদলে বরিশালের ইলিশ
নাদুস নুদুস মস্ত ডিমওয়ালা
একজোড়া ইলিশের বদলে
শুধু একটা গরু চাই
হোক সে সুদর্শন কিংবা রোগা পটকা
তবুও আমার গরুই চাই।
- সুনীল গঙ্গোপাধ্যায় এবং পাঠকদের কাছে কাছে ক্ষমা প্রার্থী
১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৬
আজনবী বলেছেন: Thanks
২| ১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:১০
মোঃ হৃদয় শেখ বলেছেন:
১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৭
আজনবী বলেছেন: ধন্যবাদ
৩| ১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৯
তপ্ত সীসা বলেছেন: এইডা কি লিখলেন ভায়া?
১৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৩
আজনবী বলেছেন: বাজারে গরুর মাংসের দাম দিন দিন যেভাবে বেড়ে যাচ্ছে, তাই মনের কষ্ট প্রকাশ করলাম।
৪| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২১
কলমের কালি শেষ বলেছেন:
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯
আজনবী বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫১
কালের সময় বলেছেন: বাহ! কি অসাধারন কবিতা