![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে পুত্র, তুমি যখন বড় হবে, তুমি যখন যুবক হবে তখন তোমার কোন কোন বন্ধু হয়তো তোমাকে ধূমপানের অফার করবে। তুমি জীবনের প্রথম সিগারেটটি হাতে নেয়ার আগে হয়তো এক সেকেন্ডের জন্য চিন্তা করবে তুমি তা গ্রহন করবে কি না? আশে পাশে তাকিয়ে দেখবে তোমার বান্ধবীরা কৌতুহলের দৃষ্টিতে তাকিয়ে আছে, তোমার পুরুষালি ভূমিকা দেখার জন্য। ঠিক এই মুহুর্তটিকেই আমি আমার এই চিঠি পাঠ করার উপযুক্ত সময় বলে মনে করছি।
হে পুত্র মনে রেখ, তোমার জন্মদিনকে, শুধু তোমার জন্মদিনকে অভিনন্দন জানাতে আমি আমার ১২ বছরের বেশী সময়ে অভ্যস্থ ধূমপানকে ত্যাগ করেছি চিরদিনের জন্য। তোমার বয়সতো পাচ, মনে রেখ তুমি তোমার বয়স দিয়ে আমার ধূমপান ত্যাগের বর্ষপূতি নির্নয় করতে পারবে।
আগামী ২৬ শে জানুয়ারী ধূমপানত্যাগের বর্ষপূতি অনুষ্ঠান হতে যাচ্ছে। আপনি আমন্ত্রিত।
Click This Link
২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৬
একটু স্বপ্ন বলেছেন:
অসাধারণ চিঠি! ২৬ জানুয়ারী সূচনা হোক ধূমপান ত্যাগের বিপুল আন্দেলনের সূচনা দিন। অনেক শুভকামনা।
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
সাইফ ভুইয়া বলেছেন: অসাধারণ এক আইডিয়া।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
সাককাম জিতু বলেছেন: valo lagse vai