নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বকলম একজন

িলখেত চাই, আমার পরানো যাহা চায়

বকলম একজন

িকছু িলখেত চাই যা আমার পরানো চায়

বকলম একজন › বিস্তারিত পোস্টঃ

প্রাপ্ত বয়স্কদের জন্য, অপ্রাপ্ত বয়স্কদের প্রবেশাধিকার সংরক্ষিত

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

যৌন বিষয়ের কথা পড়বেন এই আশা করে এখানে ঢু মারলে সে আশায় গুড়ে বালি। ও হো, গালি দেয়ার চেষ্টা করবেন না, কারন প্রাপ্ত বয়স্করা শুধু এই একটি বিষয়ে নিমগ্ন থাকে এমন চিন্তা করলে আপনি আসলে অপ্রাপ্ত বয়স্ক যাদের প্রবেশাধিকার সংরক্ষিত রাখা হয়েছিল তারপর ও আপনি আইন ভেংগে প্রবেশ করেছেন।

আসলে আমি প্রাপ্ত বয়স্কদের আরেকটি আচরন ধূমপান সম্পর্কে কথা বলতে এসেছি। ধূমপানের কারনে প্রতি বছর প্রায় ৫৭০০০ লোক মারা যায়। ধূমপানের কারনে ক্যান্সার, হৃদরোগ সহ নানা রোগ হতে পারে যা অবশেষে মৃত্যুর কারন ঘটাতে পারে। তারপরও সিগারেট সামাজিক ভাবে গৃহিত একটি নেশা দ্রব্য। ফলে অনেকেই এই নেশায় জড়িয়ে পড়ে। মাদকনির্ভরশীলতা একটি মারাত্মক জটিল পরিস্থিতি। আপনি শরীরের ক্ষতি্ উপলদ্ধি করবেন, কিন্তু নেশা ছাড়তে পারবেন না। এই জন্যই দেখা যায় পরিবারের লোকজনের শত অনুরোধে অনেকের পক্ষেই ধূমপান ছাড়া সম্ভব হয় না। তারপরও ব্যতিক্রম আছে। অনেক লোকই অবশেষে নিজের মনকে নিয়ন্তন করতে পেরেছেন। এই সব বীরসেনানীদের আমরা অভিন্দন জানাতে মনস্থ করেছি। আসছে ২৬ শে জানুয়ারী প্রেস ক্লাবের সামনে সকাল ১০টায় এই সব বদলে যাওয়া নায়কদের উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা ধূমপান ছাড়তে চেয়েও পারেন নি, তারারও আসতে পারেন ধূমপান ত্যাগের সফল কাহিনী শোনার জন্য। অন্যরা আসতে পারেন নতুন কিছু দেখার জন্য। আরো বিস্তারিত জানার জন্য নিচের লিংকে গুতা দেন।

Click This Link

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

ইমরান খান সবুজ বলেছেন: দুইডা টান দিয়া আসছি......................
বড্ড তেষ্টা.................

২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২১

বোকা সোকা বলেছেন: Ami aste pari air ticket sponsor korle ...... (He.. He... Moja kortam)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.