নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বকলম একজন

িলখেত চাই, আমার পরানো যাহা চায়

বকলম একজন

িকছু িলখেত চাই যা আমার পরানো চায়

বকলম একজন › বিস্তারিত পোস্টঃ

শুনে নয়, নিজে পড়ে বোঝার চেষ্টা করুন

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৯

ইসলাম ধর্ম সম্পর্কে বুঝতে হলে আপনাকে পড়তে হবে, চিন্তা করতে হবে। না হলে একবার মনে হবে ব্লগাররাই বুঝি সত্যি বলছে, আরেকবার মনে হবে হেফাজতই সত্যি বলছে। আপনি চৃড়ান্ত দ্বিধায় পড়বেন যখন দেখবেন মওদুদী সাহেব আর মওদুদ সাহেব দু্জনই ইসলাম নিয়ে কথা বলছেন? কাজেই কোন জন কি উদ্দেশ্যে বলছেন তা আপনি ধরতে পারবেন তখনই, যখন আপনি নিজে ধর্ম সম্পর্কে জানবেন।প্যাচাল বাদ দিয়ে উদাহরন দিচ্ছি, যেমন ধরুন আপনি যদি নিয়মিত নামাজ পড়েন তাহলে ইতোমধ্যে আপনি দোয়া মাসুরা কয়েক হাজার, কয়েক লাখ বার পড়ে ফেলেছেন। কিন্তু এই দোয়াটি তে আপনি কি বলেন তা কি কখনো চিন্তা করেছেন? যদি অর্থ জানেন তাহলে আল্লাহকে ভয় পাবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আর যদি না জানেন তাহলে মনে হবে সবই বুজি ঠিক করছেন। তখন আমরা দেখব ধর্মের নামে মানুষ কষ্ট পা্চ্ছে,শান্তির জন্য নিষ্ঠুরতা হচ্ছে । এ থেকে পরিত্রান পাওয়ার জন্য আসুন আমরা ধর্ম পড়ে, চিন্তা করে বোঝার চেষ্টা করি। আমাদের যেন কেউ ধর্মের নামে বোকা না বানাতে পারে তার জন্য অন্তত ধর্ম সম্পর্কে পড়ি, জানি। এতক্ষন যারা এই কাচা হাতের লেখাটা পড়লেন তাদের ধন্যবাদ দিচ্ছি।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.