![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জেলখানা শুধু শাস্তির জন্য নয় অনেক সময় নিরাপদ যায়গা হিসেবেও পরিচিত। পাবলিকের মাইরের হাত থেকে বাচাতে অনেক সময় কাউকে কাউকে গ্রেপ্তার করতে হয়। আমার কেন যেন মনে হচ্ছে রানা সাহেবের সামনে অনেক বিপদ। তাই পুলিশদের অনুরোধ করছি, রানা সাহেবকে গ্রেপ্তার করে নিরাপদ কারাগারে প্রেরন করুন।
রানার মতো লোকেদের যে বিচার করা যায় না তা আমরা জানি। কিন্তু রানাকে পুলিশ গ্রেপ্তার করেছিল, লক্ষ্য লক্ষ্য মানুষ তার বিচার চেয়েছিল এটা দেখে শান্তনা পেতে চাই। এই অতৃপ্ত আত্মা কি এই শান্তিটুকু পেতে পারে না।
২| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১০
রেজোওয়ানা বলেছেন: জনি ইংলিশের এজাম্পশন মনে হয় ঠিক আছে।
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২০
জনি_ইংলিশ বলেছেন: আমার ফ্লিমি বুদ্ধি যদি ভুল না হয়ে তাহলে "রানা সাহেব" এতক্ষনে এয়ারর্পোর্ট পার হয়ে লাক্সারি বিমানে উড়াল দিছেন। আর কিচ্ছুক্ষন পরে উনি উনার নতুন পাতানো ফার্লফ্রেন্ড নিয়া হানিমুন নাইট শুরু করবেন