নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বকলম একজন

িলখেত চাই, আমার পরানো যাহা চায়

বকলম একজন

িকছু িলখেত চাই যা আমার পরানো চায়

বকলম একজন › বিস্তারিত পোস্টঃ

সেবার মাধ্যমে ইবাদত, ইবাদতের মাধ্যমে উন্নয়ন: এরই নাম সামাজিক ইবাদত আন্দোলন

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫

আমাদের সমাজে ধর্মকে নানারুপে নেতিবাচক ভাবে ব্যবহার করা হচ্ছে, যেমন রাজনৈতিক ক্ষেত্রে, মাজার কেন্দ্রিক, পীর কেন্দ্রিক ব্যবসা ইত্যাদিতে। তবে এটা ঠিক, ধর্ম একটি শক্তিশালী শক্তি। একে যদি ইতিবাচক ভাবে কাজে লাগানো যায় তবে সমাজের অনেক অসংগতি দূর করে উন্নয়নকে ত্বরান্বিত করা যায়। যেমন ধরুন, যাকাত। যদি সবাই যাকাত সুস্ঠুভাবে বন্টন করতো তাহলে সমাজ থেকে দারিদ্রতা কমে যেত। কিন্তু এ ব্যাপারে অগ্রগতি খুব কম। আপনি যদি মসজিদগুলোর দিকে তাকান, তাহলে দেখেবেন তারা নানা কৌশলে টাকা সংগ্রহ করছে। সব টাকাই মসজিদের উন্নয়নে ব্যয় করছে। অথচ তারা যদি যাকাতের টাকাও সংগ্রহ করে কোন দরিদ্র দূরীকরনের প্রজেক্ট চালাতো তাহলে সমাজ থেকে প্রতি বছর কোন না কোন দরিদ্র লোক অভাব থেকে মুক্ত হতে পারতো। কিন্তু এর রকম কার্যক্রম কি কোথাও আছে? যাই হোক, কোন সমস্যা নিয়ে আমি আলোচনা করতে আসি নি, আমি সমাধানের কথা বলতে এসেছি। আমাদের আধ্যাত্মিক ইবাদতের পাশাপাশি সামাজিক ইবাদত করতে হবে। এক্ষেত্রে মসজিদগুলোকেই নেতৃত্ব দিতে হবে। যেমন, দরুন মসজিদের সামনে যে ভিক্ষুকগুলো আছে, তাদের পুনবার্সন নিয়ে কোন প্রজেক্ট তৈরী করা যায়। মসজিদের আসা ধনী ব্যক্তিদের কাছ থেকে যাকাত ও দান থেকে এই প্রজেক্টের মূলধন আসবে। এই রকম কোন জনকল্যান কাজকেই আমরা সামাজিক ইবাদত হিসেবে অভিহিত করতে চাই। এই ইবাদতের মাধ্যমে যেমন পূণ্য পাওয়া যাবে, তদ্রুপ সমাজের উন্নয়নও ঘটবে। আপনাদের আগ্রহ থাকলে পরবর্তীতে আরো কিছু লিখার ইচ্ছা আছে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫

মো কবির বলেছেন:
ভাই আপনি যে কোন ভাল কাজ করতে যাবেন এই দেশের প্রধান বাঁধা রাজনৈতিক অপশক্তি সে সব ভেংগে পণ্ড করে দিব। তবে আপনার চিন্তা খুব ভাল। দেখেন যদি এমন কিছু দাড় করানো যায় তবে দেশ, সমাজের অনেক উপকার হবে।


এই সুন্দর চিন্তার জন্য ধন্যবাদ ভাই।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭

মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন: আপনার চিন্তা খুব ভাল, কিন্তৃ সমস্যাও আছে।

সধারণত মসজিদ কমিটি রাজনৈতিক লোকেরা কন্ট্রল করে।

এই ক্ষেত্রে মসজিদের ইমামের কাছে কোন ক্ষমতা থাকে না, বরং তারা অনেকটাই জিম্মি থাকে।


৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: দুনিয়ায় অশান্তি সৃষ্টির জন্য আসলে দায়ী কি
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.