![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের স্বভাব হচ্ছে পিছন দিয়ে টেনে ধরা ।সে চায়না তার সামনে দিয়ে কেউ এগিয়ে যাক ।খুব অল্প সংখ্যক মানুষ এই স্বভাবের বাইরে থাকতে পারে ।যুগে যুগে তারাই মহাপুরুষ হয়েছে,হচ্ছে,হয়ে যাবে ।।(প্রথম লাইনটা আমার স্কুল জীবনের প্রিয় শিক্ষক জাবেদ স্যারের ।পরের লাইনগুলি আমার লেখা)
প্রেম শব্দটা আমার
কাছে অপরিচিত নয় ।
খুব ছোটবেলা থেকেই
আমি প্রেমে পড়ে
আসতেছি ।
তবে আমার প্রেমগুলি
অসমাপ্তই থেকে যায় ।
প্রথম প্রেমে পড়েছিলাম
ক্লাস থ্রি থেকে ফোরে
উঠার মাঝামাঝি সময়ে ।
পড়তাম আমাদের বাড়ির
কাছের স্কুলে ।
ঐ স্কুলেরই ক্লাস টু'র
একটি মেয়ে আমার
প্রথম প্রেম ।
নাম সানজিদা (ছদ্মনাম) ।
সানজিদার প্রতি আমার
চোখ পড়ার পর সেই
শিশুকালেই আমার নির্ঘুম
রাত কাটতো ।
রাত কখন ভোর হবে
তার জন্য থাকতো অধীর
অপেক্ষা ।
তারপর আমি স্কুল
পাল্টালাম ।
চলে গেলাম থানা সংলগ্ন
বিদ্যালয়ে ।
আমি যখন ক্লাস ফোরে
নতুন স্কুলে ভর্তি হলাম
ঠিক ঐ বছরই সানজিদা
ঐ স্কুলেই ক্লাস থ্রি'তে
ভর্তি হলো ।
আমার যে সেদিন কত
আনন্দ হয়েছিলো তা
আমিই জানি ।
একি স্কুলে দুইজন এই
কথা ভাবতে ভাবতে
কেটে যায় একটি বছর ।
উঠলাম ক্লাস ফাইভে ।
সানজিদা উঠলো ফোরে ।
ফাইভে উঠেই গেল
আমার পড়ার চাপ
বেড়ে ।
সানজিদার সাথে কথা
বার্তা করারও টাইম
পেতাম না ।
একদিন শুনলাম ওরে
নাকি কে ভালবেসে
ফেলেছে ।
সানজিদার জন্য জীবনে
প্রথম কোনো ছেলেকে
শাসিয়ে ছিলাম ।
কিন্তু সানজিদা এর
কিছুই জানতো না ।
আমার প্রেম ছিল
মনে মনে,চোখে চোখে ।।
কৃতিত্বের সাথে ফাইভের
লেখাপড়া শেষ করলাম ।
ট্যালেন্টপুলে বৃত্তি
পেয়েছিলাম ।
তারপর আমি চলে
গেলাম হাই-স্কুলে আর
সানজিদা পড়ে রইলো
প্রাইমারী স্কুলে ।
হাই-স্কুলে উঠে
একটা বছর সানজিদাকে
ভুলেছিলাম ।
কিন্তু ভুলে থাকা হয়নি ।
পরের বছর ও চলে
আসলো আমার স্কুলের
পাশের স্কুলে ।
প্রথম প্রেমের চেতনা
আবার আমার জাগ্রত
হলো ।
পড়ালেখা লাটে তুলে
আমি উন্মাদের মতো
সানজিদার পিছনে
ঘুরছিলাম ।
কিন্তু ও আমায় ভালবাসেনি,
অতল এ ভালবাসা
ও বোঝেনি ।
উঠলাম ক্লাস এইটে ।
বাড়লো পড়ার চাপ ।
শত পড়ার চাপেও
আমি ওর জন্য অপেক্ষা
করতাম ।
আমার স্পষ্ট মনে আছে
ক্লাস এইটে থাকে
রমজান মাসের ২৭
তারিখে ঈদ উপলক্ষে
আমি ওর জন্য একটা
ঈদকার্ড অতি যতনে
কিনেছিলাম ।
তীব্র আকুতি,কাকুতি
আর মিনুতি জানিয়েও
আমি ওকে কার্ড দিতে
পারিনি,ও নেয়নি ।
উপরোন্ত,
আমাকে চরমভাবে
অপমানিত হতে হয় ।
তীব্র সেই অপমানবোধ
থেকে আমার মাঝে তৈরী
হয় অভিমানবোধ ।
ওর পিছে ঘুরা ছেড়ে
দিলাম ।
অংকে কাঁচা ছিলাম
বিধায় রেজাল্ট ভাল
করতে পারিনি এইটে ।
ক্লাস নাইনে উঠলাম ।
নাইন নাকি লাইনের
বছর এ কথা ক্লাসের প্রথম
দিনই ম্যাডাম বললো ।
সুবোধ আবিদ চঞ্চল
হলাম ।
সানজিদাকে ভুলে
গেলাম ।
আমার কথাবার্তা,
চলাচলে মাস্তানী ভাব
চলে আসলো ।
আবিজাবি আকামকুকাম করে কাটালাম নাইন ক্লাস ।
টেনে উঠে আবার
পড়ার চাপ বাড়লো ।
যদিও এই ক্লাস টেনেই
আমি সানজিদার
ভালবাসা পেয়েছিলাম ।
মাত্র ২১ দিনের সেই
ভালবাসা আজো হৃদয়ে
গাঁথা আছে ।
তারপর জানিনা কি
কারনে ও আমায়
ভুলে গেলো ।
বুকে হাত দিয়ে
বলতে পারি ওর শরীরের
প্রতি আমার এতোটুকু
আকর্ষণ ছিলো না,
যে ভালবাসার সৃষ্টি
ক্লাস থ্রি থেকে তা কোনদিন শরীরী নোংরামী খুঁজবেনা ।
তারপর অনেকদিন
কেটে গেলো ।
সানজিদা কোথায়
আমি জানিনা ।
আমি জানিনা ওর
হৃদয়ে কে আছে ।
তবে আমি সেই আগের
মতোই ওকে ভালবাসি ।
সেই ছোট্ট আবিদের মতো ।
আজো ভুলতে পারিনি,
পারবোও না ।
ওর জন্য আজো
অপেক্ষা করি,করে যাবো ।
প্রথম প্রেম বলে কথা ।।
©somewhere in net ltd.