নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয় করবো বাংলাদেশ ।।

বাংলাদেশপন্থী ।।

Aabid

মানুষের স্বভাব হচ্ছে পিছন দিয়ে টেনে ধরা ।সে চায়না তার সামনে দিয়ে কেউ এগিয়ে যাক ।খুব অল্প সংখ্যক মানুষ এই স্বভাবের বাইরে থাকতে পারে ।যুগে যুগে তারাই মহাপুরুষ হয়েছে,হচ্ছে,হয়ে যাবে ।।(প্রথম লাইনটা আমার স্কুল জীবনের প্রিয় শিক্ষক জাবেদ স্যারের ।পরের লাইনগুলি আমার লেখা)

Aabid › বিস্তারিত পোস্টঃ

অপপ্রেম,অপপ্রেমিক-প্রেমিকা আর দেশ ।।

০৮ ই মে, ২০১৫ সকাল ১১:৪০

বাংলা ছবি দেখে
জানছি যে প্রেম মানে-
নায়িকার প্রতি নায়কের
পবিত্র অনুভূতি ।
যে অনুভূতিতে কাজ করে
লজ্জা,ভয় আর আবেগ ।
আর নায়িকার প্রতি
ভিলেনের শারীরিক
আকর্ষণটাকে প্রেম বলে
ধরা হয় না ।

যদি ভিলেনের সেই অনুভূতি
প্রেম বলে স্বীকৃতি না পায়
তাহলে এখনকার সময়ের
প্রত্যেকটা প্রেমই প্রেম না ।
ভিলেন যে চোখে নায়িকাকে
দেখতো এখনকার প্রেমিকরা
সেই একই চোখে প্রেমিকাকে
দেখে ।

প্রেম আগে ছিল খোলা
মাঠে,পার্কে হেঁটে
হেঁটে কথা
বলার মাঝে সীমাবদ্ধ ।
আর এখন প্রেম চলে
গেছে চিপায়,
আড়ালে অথবা
হোটেল-ফ্ল্যাটে,
বাইকের পিছে ঝাঁকি
খাওয়ার মাঝে ।

প্রেমের এই অভাবনীয়
পথচলার পরিবর্তন যে
ক্ষতিকর প্রভাব সমাজ
ও রাষ্ট্রীয় জীবনে ফেলছে তা আমরা দেখেও দেখিনা ।

যে প্রেমিক আড়ালে প্রেমিকার ঠোঁট ঘর্ষণে ব্যস্ত থাকে,স্তনের উপর হাত বুলাতে পারে,অন্য কোথাও কেন্দ্র করে লক্ষ্য
বস্তুতে পরিণত করতে
পারে তাকে দিয়ে অপপ্রেম সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও পরিবার,সমাজ ও রাষ্ট্র
এতোটুকু উপকৃত হয়না ।
ব্যক্তিত্বহীন,চরিত্রহীন
প্রেমিক আর প্রেমিকা দেশের
প্রতি উদাসীন হবে
এটা স্বাভাবিক ।
এরা তো পশু,পশুদের
আবার দেশপ্রেম কী ?

টেকনাম থেকে তেঁতুলিয়া
অপপ্রেম আর অপপ্রেমিক-প্রেমিকাতে সয়লাব
হয়ে গেছে ।
এর ফল জাতি আজ
না পেলেও ভবিষ্যতে
পাবে ।
অপ্রপ্রেমিক-প্রেমিকাদের
কুকর্মের ফল তো আর
সুখকর হবেনা,
জ্বলতে হবে জাতিকে আজ
অথবা একদিন ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.