![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের স্বভাব হচ্ছে পিছন দিয়ে টেনে ধরা ।সে চায়না তার সামনে দিয়ে কেউ এগিয়ে যাক ।খুব অল্প সংখ্যক মানুষ এই স্বভাবের বাইরে থাকতে পারে ।যুগে যুগে তারাই মহাপুরুষ হয়েছে,হচ্ছে,হয়ে যাবে ।।(প্রথম লাইনটা আমার স্কুল জীবনের প্রিয় শিক্ষক জাবেদ স্যারের ।পরের লাইনগুলি আমার লেখা)
আমি জানি একদিন
ভোর হবে
সংশয়ে কাটানো রাত
একদিন সূর্যের আলোয়
বিসর্জিত হবে ।
আমি জানি একদিন
আমার দুঃসময় কেটে
যাবে
আঁধারে ডুবে থাকা
দিনগুলি আলোয় উজ্জ্বল
হবে
ফিরে আসবে হাসি,
হারিয়ে যাওয়া সুখ ।
আমি জানি কোনো এক
নিঝুম রাতে অথবা
ঘোর লাগা আঁধার রাতে
তুমি কোনো এক ভাগ্যবান
যুবকে প্রণয়ে বাঁধবে
তোমার প্রণয়ের প্রতিটা
সুখানুভূতি
আমার বুকে তীর হয়ে
বিদ্ধ হবে
আমি কাঁদবো নিঝুম রাতে
একাকী মাঝরাতে
অসংখ্য স্মৃতি আর
তোমার ছবি বুকে নিয়ে ।।
©somewhere in net ltd.