নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয় করবো বাংলাদেশ ।।

বাংলাদেশপন্থী ।।

Aabid

মানুষের স্বভাব হচ্ছে পিছন দিয়ে টেনে ধরা ।সে চায়না তার সামনে দিয়ে কেউ এগিয়ে যাক ।খুব অল্প সংখ্যক মানুষ এই স্বভাবের বাইরে থাকতে পারে ।যুগে যুগে তারাই মহাপুরুষ হয়েছে,হচ্ছে,হয়ে যাবে ।।(প্রথম লাইনটা আমার স্কুল জীবনের প্রিয় শিক্ষক জাবেদ স্যারের ।পরের লাইনগুলি আমার লেখা)

Aabid › বিস্তারিত পোস্টঃ

ভারতীয় সিরিয়াল,সিনেমা, সংস্কৃতি ও বাংলাদেশের ভবিষ্যত ।।

১০ ই মে, ২০১৫ সকাল ১০:০৮

সংস্কৃতিকে বলা হয় একটি
দেশের ভিত্তি ।
সংস্কৃতিবিহীন জাতির
স্বাধীনতা ও সার্বভৌমত্ব
হয়ে যায় অরক্ষিত ।

আমরা বাংলাদেশী ।
আমাদের রয়েছে বিশ্বের
সবচেয়ে উন্নত সংস্কৃতি ।
কিন্তু ধীরে ধীরে ভারতীয়
সিরিয়াল,সিনেমার
করালগ্রাসে ধুঁকছে সেই
উন্নত সংস্কৃতি ।
জাতির একটি বিরাট
সংখ্যক গোষ্ঠী নিজস্ব
সংস্কৃতিকে বিসর্জন দিয়ে
ভারতীয় সংস্কৃতি চর্চার
উত্সবে মেতেছে ।

এর ফল কতটা ভয়াভহ
হবে ভবিষ্যতে তা কি
এখুনি আমরা আঁচ করতে
পারছিনা !
কেন খবরের পাতায়
কি পড়িনি-
পাখী ড্রেস কিনে
না দেওয়ায় অমুক স্থানে
স্বামীকে ডিভোর্স দিয়েছে
স্ত্রী আর অমুক জায়গায়
আত্মহত্যা করেছে,
দেবকে কোনদিন পাবেনা
বলে নয়তালা থেকে ঝাঁপ
দিয়ে এক মেয়ে
আত্মহত্যা করেছে-
এসব খবর কি আমাদের
চোখে আঙুল দিয়ে
বুঝিয়ে দেয়না যে আমাদের স্বাধীনতা
ও সার্বভৌমত্ব
কতটা হুমকিতে আছে ?

আমাদের অতীত ইতিহাস
ভালো না ।
জাতি হিসেবে আমরা
যে কতটা বেঈমান তা
আমাদের অতীত
ইতিহাসই বলে দেয় ।
ব্যাক্তি সম্প্রদয়ের সাথে
বেঈমানীতে জাতির ক্ষতি
হলেও জাতি কিন্তু অস্তিত্ব
সংকটে পড়েনি কিন্তু সংস্কৃতির সাথে
বেঈমানী করলে
জাতি অচিরেই অস্তিত্ব
সংকটে পড়বে এটা প্রায়
নিশ্চিত করে বলতে পারি ।

ভারতীয় সিরিয়াল-সিনেমাতে
যেভাবে এদেশের তরুণ
সমাজ আসক্ত হয়েছে
তাতে তাদের কাছ থেকে
জাতি কিছুই আশা
করতে পারেনা !
একদিন দেখা যাবে-
বাংলাদেশ বলে
পৃথিবীতে কোন রাষ্ট্র নেই ।
"প্রচুর হিন্দীভাষাভাষী
মানুষ ও ভারতীয় সংস্কৃতিতে বলীয়ান
থাকা বাংলাদেশকে ভারতের
অঙ্গরাজ্য
বলে ঘোষণা"
এমন খবর একদিন যে
আসবেনা তার কতটুকুই
বা নিশ্চয়তা আছে বর্তমান
পরিস্থিতির প্রেক্ষাপটে ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.