![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের স্বভাব হচ্ছে পিছন দিয়ে টেনে ধরা ।সে চায়না তার সামনে দিয়ে কেউ এগিয়ে যাক ।খুব অল্প সংখ্যক মানুষ এই স্বভাবের বাইরে থাকতে পারে ।যুগে যুগে তারাই মহাপুরুষ হয়েছে,হচ্ছে,হয়ে যাবে ।।(প্রথম লাইনটা আমার স্কুল জীবনের প্রিয় শিক্ষক জাবেদ স্যারের ।পরের লাইনগুলি আমার লেখা)
সেদিন রাতে গভীর
রাতে
আমার একটা নদী
ছিলো
ছিল একটা স্বপ্ন
তীব্র ভূমিকম্পে নদী
তার গতিপথ হারালো
নদী হারিয়ে গেলো
আর নদীর জলে
ছায়া পড়লো নষ্টের
কালো থাবার...
নষ্টের কামনার
তীব্র আগ্রাসন নদীকে
অপবিত্র করলো
নদীর জলে সব ভেসে
গেলো,
শুধু ঠায় একা দাঁড়িয়ে
আমি
অশ্রুসিক্ত চোখ,
ভাঙ্গা মন,
আঁকাবাঁকা পথ
চেয়ে আছি দূর অজানায়
যেখানে নদী ছিল
যে নদীতে সাঁতরে
বেড়াতাম আর
চোখে আশাহত ভরসা
নদী হয়তো আবার
আসবে আমার শূণ্য
মরুভূমিতে প্রাণের
সঞ্চার হয়ে ।।
©somewhere in net ltd.