![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের স্বভাব হচ্ছে পিছন দিয়ে টেনে ধরা ।সে চায়না তার সামনে দিয়ে কেউ এগিয়ে যাক ।খুব অল্প সংখ্যক মানুষ এই স্বভাবের বাইরে থাকতে পারে ।যুগে যুগে তারাই মহাপুরুষ হয়েছে,হচ্ছে,হয়ে যাবে ।।(প্রথম লাইনটা আমার স্কুল জীবনের প্রিয় শিক্ষক জাবেদ স্যারের ।পরের লাইনগুলি আমার লেখা)
আবার আমি উঠেছি
ঝড় শেষে
কোমড় তুলে মাথা
উঁচু করেছি ।
আমি ফিরেছি আবার
ঐ পথশিশুর চোখে
হাসি ফোটাতে আর
অত্যাচারির সত্তাকে
থেঁতলে দিতে ।
আর আমি ফিরেছি
নিঝুম রাতে কোনো
সুন্দরী মেয়ের শরীরে
শরীরের ছাপ ফেলতে,
ফিরেছি কোনো তরুণীর
নিঃশ্বাস ভারী করতে
আর ফিরেছি
একটি সুন্দর স্বপ্নের
হত্যাকারী নষ্টার
আনন্দকে ব্রক্ষ্মান্ডের
ধূলোয় মিশাতে...
আমি হাসবো আবার
দু'হাত আর দুচোখে
নতুন দিনের স্বপ্ন
নিয়ে ফিরেছি ।
এ আমার কল্পণা নয়,
দিবাস্বপ্নও নয়
এ আমার আত্মচিত্কার
গগনবিদারী চিত্কার,
আমার আত্মচিত্কার ।।
১৭ ই মে, ২০১৫ সকাল ৮:০১
Aabid বলেছেন: ধন্যবাদ ।
কাঁচা হাত আমার ।
কবিতা লেখার অভ্যাস নাই ।
লেখার চেষ্টা করতেছি ।।
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৫ সকাল ৯:৫৮
নতুন অভিনেতা বলেছেন: খুব ভালো লাগল ।