![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের স্বভাব হচ্ছে পিছন দিয়ে টেনে ধরা ।সে চায়না তার সামনে দিয়ে কেউ এগিয়ে যাক ।খুব অল্প সংখ্যক মানুষ এই স্বভাবের বাইরে থাকতে পারে ।যুগে যুগে তারাই মহাপুরুষ হয়েছে,হচ্ছে,হয়ে যাবে ।।(প্রথম লাইনটা আমার স্কুল জীবনের প্রিয় শিক্ষক জাবেদ স্যারের ।পরের লাইনগুলি আমার লেখা)
কিছু গান আছে যা
কথা বলতে জানে আর
কথা বলতে শেখায়,
দাগ কেটে দেয় হৃদয়ে ।
আমরা অনেকেই এইসব
গান সম্পর্কে জানি আর
অনেকেই জানিনা,
অনেকে জেনেও ভুলে
গেছি হয়তো ।
বাংলা সঙ্গীত জগতের
এমন সব গান নিয়েই
আমি
"কিছু গান কথা বলে" শিরোনামের তিন পর্বের
একটি পোস্ট লেখার
সিদ্ধান্ত নিয়েছি ।
আজ থাকলো প্রথম পর্ব ।
(প্রথম পর্বে গান
রেখেছি ১০ টি,
দ্বিতীয় পর্বে থাকবে
২০ টি এবং তৃতীয়
পর্বে কোনো নির্দিষ্টতা
থাকবেনা ।
গানগুলির ডাউনলোড
লিংক দিতে পারলে
আমারই ভালো লাগতো
কিন্তু দিতে পারলাম না তবে প্রত্যেকটা গানের ব্যান্ড
ও শিল্পীর নাম পাশে
দিয়ে দিয়েছি ।
গুগলে সার্চ দিলে
খুব সহজে গানগুলি
আপনি পেয়ে যাবেন ।।)
তাহলে শুরু করে
দিচ্ছিঃ-
১।
Epitaf-2015 By
Mahaan,Juhie And
Bassbaba Sumon
(পৃথিবীর শ্রেষ্ঠ গানগুলির
একটি-আমার মতে)
২।
দুঃখবিলাস By Artcell
(অসম্ভব ভালো গান ।
আপনার বুকের জমে থাকা
অভিমান আর অব্যক্ত কথা
দিয়ে গানটা সাজানো হয়েছে)
৩।
আনমনে-২ By Aurthohin
(রাফা গেয়েছে গানটি ।
বৃষ্টি বাদলার দিনে শুনে
দেইখেন ।
আপনি আনমনে হয়ে
কোথায় যে
হারিয়ে যাবেন নিজেও
বুঝবেন না ।)
৪।
কবিতা By Ayub
Bacchu (LRB)
(কত যে কষ্টের কথা
বাচ্চু ভাই গেয়েছে তা
শুনলে বুঝতেও পারবেন না ।
শুনে কষ্ট পেয়ে হয়তো
কেঁদেই ফেলবেন ।)
৫।
প্রস্থান By Shohortoli
(কিছু বলার নেই ।)
৬।
সোনালী সেই দিনে By Shohortoli
(এই গান সম্পর্কেও আমার
কিছু বলার নেই)
৭।
দেশ ও দুর্নীতি By
Towfique Ahmed
(এই গানটি অল্প কিছুদিন
হলো আমার সংগ্রহে এসেছে ।
তারপরও ভাল লাগায়
উপরে উঠে এসেছে ।
দেশ ও দুর্নীতির
এতো সুন্দর উপস্থাপন
বাংলাদেশ ও বিশ্বের মধ্যে
আর দ্বিতীয়টি আপনি
খুঁজে পাবেন না ।
এই রকম অসংখ্য গানের
স্রষ্টা ঐ তৌফিক ভাই ।
গানটা শুনলেই টের
পাবেন । )
৮।
চিঠি By Subconscious
(চমত্কার একটি গান ।
গান শুনার পর আপনার
মনে হবে কেনো এতোদিন
এই গানটি শুনিনি ।
আমারো তেমন মনে
হয়েছিলো )
৯।
আজ রাতে কোনো
রূপ কথা নেই
By Old School
(জগতের কোনো গান
যদি আপনার চোখে
পানি আনতে না পারে
তাহলে এই গানটি সেই
অসাধ্যকে সাধন করার
ক্ষমতা রাখে ।
চোখে হয়তো পানি
আসবেনা তবে আপনার
হৃদয় মাঝে ধুঁকরে
কেঁদে উঠবে ।
আমাদের শিশুকালের
কথা এই গানটি মনে
করিয়ে দেয়)
১০।
ও প্রিয়া তুমি কোথায়
By Asif
(এই গানটি বাংলাদেশের
এমন কোন অঞ্চল নেই যে
সেখানে বেজে ওঠেনি ।
তাই গান সম্পর্কে আর
কিছু বলতে চাইনা ।)
.......
১৯ শে মে, ২০১৫ রাত ৮:৫২
Aabid বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:১৯
নীল বরফ বলেছেন: হুম, সুন্দর সংগ্রহ।