![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের স্বভাব হচ্ছে পিছন দিয়ে টেনে ধরা ।সে চায়না তার সামনে দিয়ে কেউ এগিয়ে যাক ।খুব অল্প সংখ্যক মানুষ এই স্বভাবের বাইরে থাকতে পারে ।যুগে যুগে তারাই মহাপুরুষ হয়েছে,হচ্ছে,হয়ে যাবে ।।(প্রথম লাইনটা আমার স্কুল জীবনের প্রিয় শিক্ষক জাবেদ স্যারের ।পরের লাইনগুলি আমার লেখা)
বালিকা আমার কেউ না,
কখনো ছিলও না,
কখনো যে আমার হবে
তারও নিশ্চয়তা নেই,
তবু বালিকার প্রতি আমি
এক অদৃশ্য টান অনুভব
করছি ।
আমি জানি এই টান
স্বাভাবিক পর্যায়ের
কোনো টান না,
এই টান বালিকার প্রতি
আমার তীব্র ভালবাসার
ক্ষুদ্র বহিঃপ্রকাশ ।
বালিকার প্রতি আমার
এ ভালবাসা বালিকা হয়তো
জানেনা অথবা জেনেও
না জানার ভাণ ধরেছে ।
কারন বালিকা অন্য কারো
কাছে বাঁধা পড়ে আছে ।
কিন্তু আমার তীব্র বিশ্বাস
বালিকা একদিন সেই বাঁধা
ভাঙবে,
বালিকা একদিন শুধু
আমার কথাই ভাববে,
বালিকা একদিন শুধু
আমার কাছেই আসতে
চাইবে,
বালিকা শুধু আমার
বুকেই আসবে ।
বালিকার প্রতি আমার
এ ভালবাসা ব্যর্থ হবার
নয়,
বালিকা তুমি
শুধুই আমার,
একদিন শুধু আমারই
হবে ।।
©somewhere in net ltd.