![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের স্বভাব হচ্ছে পিছন দিয়ে টেনে ধরা ।সে চায়না তার সামনে দিয়ে কেউ এগিয়ে যাক ।খুব অল্প সংখ্যক মানুষ এই স্বভাবের বাইরে থাকতে পারে ।যুগে যুগে তারাই মহাপুরুষ হয়েছে,হচ্ছে,হয়ে যাবে ।।(প্রথম লাইনটা আমার স্কুল জীবনের প্রিয় শিক্ষক জাবেদ স্যারের ।পরের লাইনগুলি আমার লেখা)
ভারতের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদীকে প্রায়
সবাই-ই অপছন্দ করে ।
অপছন্দকারীদের যুক্তি-
মোদী ঘোর ইসলামবিরোধী ।
আমি কিন্তু এই অপছন্দকারী
বিশাল সংখ্যক যুক্তিহীন
মানুষদের সাথে নেই ।
আমার কাছে মোদী
একজন ভাল মানুষ ।
যে মোদী শৈশবে স্টেশনে
চা বিক্রি করেছে,
যার জীবনটা সংগ্রামে
সংগ্রামে কেটেছে ।
সে ভাল মানুষ না হলে
কোনদিন এতো বড় একটা
সাফল্য পেতে পারেনা ।
আমার যুক্তি অনেকের
কাছেই বিরক্তিকর মনে
হবে ।
ভুল করেনা মহাপুরুষরা ।
মোদী কোনো মহাপুরুষ
নয় ।
দাঙ্গা জিনিসটাও ছিল
মোদীর একটি ভুল ।
তবে ভারতে চাকরীতে
মুসলমানদের চরম
অবহেলা করাটা অন্যায় ।
আশা করবো মোদী
বিষয়টা নিজে দেখবেন
এবং সমতা বজায় রাখবেন ।
যাহোক,
সকল সমালোচনা ভেদ
করে ব্যক্তি মোদী আমার
কাছে যথেষ্ট ভাল মানুষ ।
কংগ্রেস যা আমাদের
৪৪ বছরে দেয়নি,
মোদী তা আমাদের
অল্প সময়েই দিয়ে দিয়েছে ।
প্রাপ্য অধিকার না পেলে
কতটা কষ্ট পেতে হয়,
সেটা মোদী আমাদের
থেকে ভাল জানে ।
আগামী ৬-৭ জুন মোদী
আমাদের দেশে প্রথম
পা রাখবেন ।
প্রধানমন্ত্রী হিসেবে না
হোক আসুন একজন
ভাল মানুষ হিসেবে এই
সংগ্রামী মানুষটিকে
আমরা স্বাগত জানাই ।।
©somewhere in net ltd.