নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয় করবো বাংলাদেশ ।।

বাংলাদেশপন্থী ।।

Aabid

মানুষের স্বভাব হচ্ছে পিছন দিয়ে টেনে ধরা ।সে চায়না তার সামনে দিয়ে কেউ এগিয়ে যাক ।খুব অল্প সংখ্যক মানুষ এই স্বভাবের বাইরে থাকতে পারে ।যুগে যুগে তারাই মহাপুরুষ হয়েছে,হচ্ছে,হয়ে যাবে ।।(প্রথম লাইনটা আমার স্কুল জীবনের প্রিয় শিক্ষক জাবেদ স্যারের ।পরের লাইনগুলি আমার লেখা)

Aabid › বিস্তারিত পোস্টঃ

আমার ভাবনায় হিমু ও হুমায়ূন আহমেদ ।।

০১ লা জুন, ২০১৫ সকাল ৯:১৯

আমার মাঝে মাঝে
মনে হয় খালি পায়ে
রাঁস্তায় নেমে যাই ।
রাঁস্তায় নেমে হিমু
হয়ে যাই !
হিমু !
এই হিমুটা কে ?
হিমু এক আশ্চর্য
চরিত্র,
এক মায়াময় জগত ।
সিঁগারেটখোরের কাছে
যদি প্রশ্ন করা হয়-
আপনি কি সিঁগারেট
ছাড়তে পারবেন ?
তাহলে কি উত্তর আসবে
তা আমরা সকলেই জানি ।

হিমু হচ্ছে এমন একটা
জগত্‍ যেখানে পা দিলে
ব্যক্তি আপনিতে ফিরে
আসতে আপনার কষ্ট
হবে ।
হিমুর আশ্চর্য এক
মায়াময় জগতে আপনি
জড়িয়ে পড়বেন ।
সবকিছুকেই তখন
আপনার হিমু দৃষ্টিতে
দেখতে ইচ্ছা করবে ।
আপনার কথাবার্তা,
হাঁটাচলা,পোশাক-আশাক,
দৈনন্দিন রুটিন
সবই হিমুময় হয়ে যাবে ।

হিমু কোনো স্বাভাবিক
চরিত্র নয় ।
হিমু পৃথিবীর একমাত্র
মনুষ্যসৃষ্ট চরিত্র যা
ভাইরাসের মতো কাজ
করে ।
হিমু ভাইরাস থেকে
সাবধান :D

যে এই আশ্চর্য মায়াময়
চরিত্রের স্রষ্টা তিনি
আমাদের সবার প্রিয়
হুমায়ূন আহমেদ ।
তাকে নিয়ে অনেক
সমালোচনা হয় ।
তিনি নাস্তিক,তিনি
তাঁর মেয়ের বয়সী কাউকে
বিয়ে করেছেন,তিনি
লুচ্চা,তিনি অমুক-তমুক
আরো কত কি !
এসবই তার বিরুদ্ধে
রটানো কুত্‍সা ।

হুমায়ূন আহমেদ এমন
একজন মানুষ ছিলেন
যে তিনি নিজেকে কখনো
অন্যের স্বার্থ উদ্ধারে
ব্যবহৃত হতে দিতেন না,
তিনি সমাজসেবীদের
আড়ালে লুকিয়ে থাকা
আসল রূপ প্রকাশ
করেছেন,
তিনি রাজনীতিবিদদের
হাঁড়ির অজানা খবর জনসাধারনকে জানিয়ে দিয়েছেন,তিনি মাওলানাদের ভন্ডামীর কথা তুলে ধরেছেন,তিনি পুলিশ,র্যাব এর অনেক অজানা অপ্রিয় সত্যকে প্রকাশ করেছেন ।
তাই তিনিই হয়তো
একমাত্র লেখক যার
ভক্ত ও সমালোচনাকারীদের অবস্থান সমান ।

হুমায়ূন আহমেদ এমন
একজন মানুষ ছিলেন
যিনি এক একটা চরিত্র
দিয়ে সমাজ,দেশের
অনেক অনেক অসঙ্গতির
চিত্র ফুটিয়ে তুলেছেন ।

হিমু চরিত্রটি আমাদের
কি শেখায় ?
খালি পা আর একটা
হলুদ পাঞ্জাবী পড়লেই
কি হিমু হওয়া যায় ?
হিমুকে কি হুমায়ূন
এতোটা ক্ষুদ্র অর্থে
বেঁধেছেন !

না ।
হিমু হচ্ছে অসত্যের
বিরুদ্ধে সত্যের লড়াই,
হিমু নির্ভীক সত্যবাদিতার
জ্বলন্ত রূপ,হিমু হচ্ছে সকল অপশক্তির কাঁপন,
হিমু হচ্ছে খিদের জ্বালায়
অস্থির ফুটপাথেল শিশুর
চোখের পানি মুছে দেওয়ার অস্ত্র,হিমু হচ্ছে নিঃসম্বল
মানুষের আশার প্রতীক ।
আমাদের দেশে রাঁস্তাঘাটে
যে হিমু দেখা যায়
তার প্রায় সবই ভাবের
হিমু ।
এই সমাজ হিমুকে একটা
ফ্যাশনে পরিণত করেছে ।
হুমায়ূন আহমেদ হিমু
চরিত্র দিয়ে যে কি
বুঝিয়েছেন তা এই প্রজন্ম
জানেনা অথবা জেনেও তা
চেপে গেছে ।
আসল হিমুর বড় অভাব ।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৫ সকাল ১০:১৬

আমি বন্দি বলেছেন: ভাল লেখছেন ।

০১ লা জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

Aabid বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.