![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের স্বভাব হচ্ছে পিছন দিয়ে টেনে ধরা ।সে চায়না তার সামনে দিয়ে কেউ এগিয়ে যাক ।খুব অল্প সংখ্যক মানুষ এই স্বভাবের বাইরে থাকতে পারে ।যুগে যুগে তারাই মহাপুরুষ হয়েছে,হচ্ছে,হয়ে যাবে ।।(প্রথম লাইনটা আমার স্কুল জীবনের প্রিয় শিক্ষক জাবেদ স্যারের ।পরের লাইনগুলি আমার লেখা)
বালিকা,
আমি যে তোমাকে
ভালবাসি তা কি জানো ?
সত্যি ভালবাসি আমি
তোমাকে বিশ্বাস
করো অনেক ভালবাসি ।
তোমার প্রতি আমার এ
ভালবাসা অনেক অনেক
আগে থেকে শুরু ।
যখন তুমি কিশোরী ছিলে,
নাকে ছিলনা নাকফুল,
কপালে নিতে না টিপ,
মায়াময় চোখ ছিল
তোমার,
চিকন-ছিমছাম ছিলে
তুমি-আমি তো তখন
থেকেই তোমাকে
ভালবেসেছি ।
তোমার অল্প চুলের
ছোট্ট খোঁপাটি আমার
প্রচন্ডরকম ভালো লাগতো,
তোমার বুকের উপর
হাল্কা করে যখন
ওড়নাটা ফেলে রাখতে
বিশ্বাস করো আড়ালে
মুগ্ধ নয়নে তোমাকে
দেখতাম,
তোমার রেগে যাওয়া
মুখটা আমার সবচেয়ে
ভালো লাগতো ।
যখন রেগে যেতে তখন
তোমার মুখটা লাল হয়ে যেতো,আঙুল ফোঁটাতে
তুমি তখন কি যে
মিষ্টি লাগতো তোমাকে ।
কিন্তু তোমার হাসি
ভাল লাগতো না
হাসলে তোমাকে
ভাল লাগেনা ।
কৈশোরের এ ভালবাসা
আমি বুকে জমিয়ে রেখেছি ।
এখনো জমা আছে ।
তখন তুমি আকাশের
চাঁদ ছিলে তাই বলার
কথা কল্পণায়ও আনিনি,
এখন তুমি অন্য কারো
তাই এখন বলার
মানসিকতা হারিয়ে
ফেলেছি ।
কিন্তু বিশ্বাস করো,
বালিকা তোমাকে ভালবাসি ।।
©somewhere in net ltd.