![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের স্বভাব হচ্ছে পিছন দিয়ে টেনে ধরা ।সে চায়না তার সামনে দিয়ে কেউ এগিয়ে যাক ।খুব অল্প সংখ্যক মানুষ এই স্বভাবের বাইরে থাকতে পারে ।যুগে যুগে তারাই মহাপুরুষ হয়েছে,হচ্ছে,হয়ে যাবে ।।(প্রথম লাইনটা আমার স্কুল জীবনের প্রিয় শিক্ষক জাবেদ স্যারের ।পরের লাইনগুলি আমার লেখা)
ঘুমহীন কাটিয়ে দিলাম
রাতটা ।
অনেক নাটক হলো,
নাটকের সমাপ্তও হলো ।
একটা নির্ঘুম রাত
আমাকে অনেক শিক্ষাও
দিলো ।।
শিক্ষা নং-০১
...................
এইচএসসি পরীক্ষায় A+
পেতে হবে এবং ঢাবিতে
চান্স পেতে হবে ।
এ জন্য কঠোর অধ্যবসায়
ছাড়া বিকল্প কিছু নেই ।
শিক্ষা নং-০২
...................
অতীতকে মনে করাটা
বোকামী ।
অতীতের জন্য মন খারাপ
করাটা মহা বোকামী ।
আমাকে মনে রাখতে হবে,
অতীতের যে স্মৃতি আমাকে
কষ্ট দেয় তা আমার
থুথু'র ও অযোগ্য,তা
নিকৃষ্ট ।
শিক্ষা নং-০৩
...................
অতীতে ফেলে আসা
কারো জন্য অশ্রু
বিসর্জন দেওয়ার অর্থ
জীবনে পরাজিত হওয়া ।
যাকে ফেলে এসেছি
সেও নিকৃষ্ট,সে নর্দমার
বীর্য সিক্ত ।
আমার থুথু'রও অযোগ্য ।
ওয়াক থু...।
শিক্ষা নং-০৪
...................
একজন সত্যিকার হিমু
হতে হবে ।
তার মানে এই না
যে নিজের স্বকীয়তা
বলে কিছু থাকবে না ।
নিজের স্বকীয়তা ও
বৈশিষ্ট্যে বলীয়ান
থাকাটাই তো মনুষ্যত্ব ।
হিমু তো মনের ব্যাপার ।
মানসিকতা উঁচু থাকলে
আমরা সবাই হিমুর মতো
হয়ে যাই ।
একটা হলুদ পাঞ্জাবী আর
খালি পা !
এতো ক্ষুদ্র হিমুর অর্থ ?
না,
হিমু একটা বিশাল কিছু ।
আমি জানি,আমি মানি ।
শিক্ষা নং-০৫
...................
শক্ত হতে হবে ।
অল্পতে ভেঙ্গে পড়া
যাবেনা ।
আমি মানুষ,
সৃষ্টির সেরা জীব ।
বাঁধা ডিঙাতে হবে অদম্য
মানসিকতার সাথে ।।
.............................. ........
............... ............... ........
"Allah Is Allmighty"
২| ২৪ শে জুন, ২০১৫ ভোর ৫:৪৬
আমি মিন্টু বলেছেন: ভালো লাগলো
৩| ২৪ শে জুন, ২০১৫ বিকাল ৫:৪৩
Aabid বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৫ রাত ৩:৩৪
অগ্নিবীণা! বলেছেন: অনেক দারুন বলেছেন! ধন্যবাদ!!!