নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয় করবো বাংলাদেশ ।।

বাংলাদেশপন্থী ।।

Aabid

মানুষের স্বভাব হচ্ছে পিছন দিয়ে টেনে ধরা ।সে চায়না তার সামনে দিয়ে কেউ এগিয়ে যাক ।খুব অল্প সংখ্যক মানুষ এই স্বভাবের বাইরে থাকতে পারে ।যুগে যুগে তারাই মহাপুরুষ হয়েছে,হচ্ছে,হয়ে যাবে ।।(প্রথম লাইনটা আমার স্কুল জীবনের প্রিয় শিক্ষক জাবেদ স্যারের ।পরের লাইনগুলি আমার লেখা)

Aabid › বিস্তারিত পোস্টঃ

মানবী তুমি ভুল করছো...!!

২৮ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১১

মানবী !
কে এই মানবী !
আমার সাথে মানবীর
কিসের সম্পর্ক !
আমাকে দূরে ঠেলে
দিলে মানবীর ভুলে
হবে কেন..?
মানবীর ভুলে আমি
কেন বিচলিত..?
মানবী আমার কে....???

মানবী আমার খুব
দূরের কেউ নয় ।
মানবী আমার কাছের
কেউও না ।
মানবী মাঝামাঝি
অবস্থান করা একটা
দুঃস্বপ্ন ।
যে দুঃস্বপ্ন আমার কাছে
একটা সুন্দর স্বপ্ন,একটা
ভবিষ্যত,একটা চাওয়া,
একটা অভাব,একটা
আকাঙ্খা ।

মানবী জানেনা আমি
তাকে কতটা ভালবাসি !
মানবী ভাবে এটা আমার
সাময়িক আবেগ ।
মানবী বুঝতে অক্ষম
এ আবেগ পরিণত,
এ আবেগের সৃষ্টি
একদিনে হয়নি ।
এ আবেগ অনেকদিনের
পূঞ্জিভূত ভালবাসার ক্ষুদ্র
প্রকাশ ।

মানবীকে আমি চিনি
যখন আমি চিনতে
শুরু করেছি ।
মানবীকে আমি দেখেছি
যখন আমি দেখতে
শুরু করেছি ।
মানবীকে আমি পছন্দ
করেছি যখন আমি
ভালবাসতে শিখেছি ।

মানবীর প্রতি আমার
আবেগ নতুন কিছু নয় ।
যখন কৈশোরে ছিলাম
মানবীকে নিয়ে আমি
স্বপ্ন তখন থেকেই দেখি ।
টিনের চালে বৃষ্টির
শব্দের তালে তালে
মানবীকে নিয়ে আমি
বহুবার বহুদূর হারিয়ে
গেছি ।
টপটপ বৃষ্টির তালে
তালে মানবীকে নিয়ে
আমি বহুবার নেচেছি ।
মানবীর কথা ভেবে
কেঁদেছি,
মন খারাপ করেছি,
মন ভারী করেছি ।
মানবীর কাছে আমার
এতোকিছু শুধু সামান্য
আবেগ মনে হয় !!!

আজ মানবী আমাকে
অস্বীকার করছে ।
আমাকে কষ্ট দিচ্ছে,
আমাকে ভাবাচ্ছে,
আমাকে কাঁদাচ্ছে,
মানবী আমার স্বপ্নকে
এলোমেলো করে দিচ্ছে ।
আমি একাই লড়ে যাচ্ছি
আমার এলোমেলো স্বপ্নকে
সাজাতে ।

মানবী আমি তোমার
দূরের কেউ নই,
মনের পর্দা খুলে দ্যাখো,
খালি পায়ে,হলুদ পাঞ্জাবী
পড়া আর নীলপদ্ম হাতে
দেখবে আমি দাঁড়িয়ে আছি ।
স্বপ্ন নয় মানবী,এটা সত্য,
এটা বিশ্বাস,এটা ভালবাসা,
এটাই আবেগ,অনেক
পরিণত আবেগ,
যে আবেগ অস্বীকার
করাটা মানায় না ।

যেখানে যতোদূর,যার
কাছেই যাওনা কেনো,
ক্ষণিকের মোহে যাকেই
ভালবাসোনা কেন আমি
জানি একদিন তুমি
আমার কাছেই আসবে ।
আমার বিশ্বাস শুধু
কথার বিশ্বাস না,
হৃদয়ের অনেকে গভীর
থেকে উঠে আসা বিশ্বাস ।
বিবেক আমাকে তাড়া
দেয় যেনো এ বিশ্বাসকে
আঁকড়ে ধরি ।

মানবী ভেবে দ্যাখো,
আমিই তোমার স্বপ্নে
দেখা বাস্তবতা,
আমিই তোমার ভবিষ্যত,
আমিই তোমার ভালবাসা ।

মানবী ভেবে দ্যাখো,
তুমি ভুল করছো ।
আমাকে দমিয়ে রেখে
তুমি কি প্রমাণ করতে
চাও মানবী ?
পারবে কি আমার
বিশ্বাস থেকে আমাকে
একটুও নাড়াতে ?
পারবেনা ।
কারন,
একটু একটু করে গড়ে
উঠা বিশ্বাস অনেক শক্ত ।

চোখ খুলে দ্যাখো মানবী
আমি হাত বাড়িয়ে আছি ।
চোখ খুলো মানবী,
বিবেকের কাঠগড়ায়
দাঁড়াও,
নিজেকে প্রশ্ন করো ।
দেখবে আমাকেই পাবে ।

মানবী !
মানবী তুমি ভুল করছো...!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.