নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয় করবো বাংলাদেশ ।।

বাংলাদেশপন্থী ।।

Aabid

মানুষের স্বভাব হচ্ছে পিছন দিয়ে টেনে ধরা ।সে চায়না তার সামনে দিয়ে কেউ এগিয়ে যাক ।খুব অল্প সংখ্যক মানুষ এই স্বভাবের বাইরে থাকতে পারে ।যুগে যুগে তারাই মহাপুরুষ হয়েছে,হচ্ছে,হয়ে যাবে ।।(প্রথম লাইনটা আমার স্কুল জীবনের প্রিয় শিক্ষক জাবেদ স্যারের ।পরের লাইনগুলি আমার লেখা)

Aabid › বিস্তারিত পোস্টঃ

কোটিপতি নিপাত যাক !!!

১২ ই জুলাই, ২০১৫ ভোর ৪:২৯

সারাবছর তীব্র খিদের
জ্বালায় শিশু কাঁদতে
কাঁদতে ঘুমায় আর
কোটিপতিরা নাক ঢেকে
ঘুমায়,ভোঁ করে পাঁজেরা
নিয়ে দাপট দেখায়,
কোটিপতির
সন্তানেরা দেশের
কনডমের বাজার ব্যবস্থা
টিকিয়ে রেখেছে,
কোটিপতির একমাত্র
কন্যা পাছা দুলিয়ে রাঁস্তা কাঁপিয়েছে,
কোটিপতির বউ ঘন ঘন
পার্লারে গিয়েছে আর
ঐ খিদের জ্বালায় অস্থির
শিশুগুলি নিষ্ঠুর পৃথিবীকে
দেখতে দেখতে ঘুমিয়ে
যায়,
ঘুম ভাঙলে আবার খিদের
জ্বালায় অস্থির হয় তারা ।
ছুটে যায় ডাস্টবিনে,
দুই হাতে খুটে খুটে একটু
খাদ্য খুঁজে তারা ।
রোযা আসার পর থেকে
কোটিপতিদের জ্ঞান
ফিরেছে ।
উনারা জাকাত দিতে
উঠেপড়ে লেগেছে ।
অথচ জাকাত যে সারাবছর দেওয়া যায়
এই বোধটুকু কোটিপতিদের নেই ।
অবৈধ সম্পদের স্তূপ বানানো
কোটিপতিরা পাপ কিছুটা
কমাতে বেছে নেয় রোযার
শেষ ১০ দিন ।
কি লাভ ১০ দিনের জন্য
ভালো সেজে ?
কি প্রমাণ করতে চায় এইসব
কোটিপতির দল ?
২৭ জন মানুষ কোটিপতির
পাপ কমাতে এসে মারা
গেল ! হায়রে আমার
জাকাত দেওয়া রে ।
এবার ক্ষান্ত দাও হে
কোটিপতি,
আমরা দয়া চাইনা,
আমাদের অধিকার চাই ।
অধিকার আদায় করতে
বাঙ্গালী জানে ।
বাঙ্গালী ৫২,৬৯ এ
যেমন দেখিয়েছে,
যেমন ৭১ এ দেখিয়েছে,
যেমন ৮৭ তে দেখিয়েছে
তেমন এখনো
দেখাতে পারে ।
বাঙালী লড়তে জানে ।
কোটিপতিদের পায়ে পিষ্ঠ
হয়ে মরতে বাঙ্গালী জাতির
জন্ম হয়নি ।।
কোটিপতি নিপাত যাক,
কৃষক-মজুরের দিন
একদিন আসবেই ।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৫ সকাল ৯:১৩

রাশেদ বিন রাদ বলেছেন: পড়ে ভালো লাগল, ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.