![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের স্বভাব হচ্ছে পিছন দিয়ে টেনে ধরা ।সে চায়না তার সামনে দিয়ে কেউ এগিয়ে যাক ।খুব অল্প সংখ্যক মানুষ এই স্বভাবের বাইরে থাকতে পারে ।যুগে যুগে তারাই মহাপুরুষ হয়েছে,হচ্ছে,হয়ে যাবে ।।(প্রথম লাইনটা আমার স্কুল জীবনের প্রিয় শিক্ষক জাবেদ স্যারের ।পরের লাইনগুলি আমার লেখা)
১৯ জুলাই,২০১১
রাত ১১:১০ অথবা ২০-
ফেসবুক চালাচ্ছিলাম ।
হঠাত্ করে হোমপেজে
একটা স্ট্যাটাস দেখলাম
ঠিক এমন-
"হিমু এই মাত্র তার পাঞ্জাবীটা
কুঁচি কুঁচি করে কেটে ফেললো,
সে আর কোনদিন তা
পড়বেনা ।
মিসির আলী এই মাত্র তার
দেহ থেকে মাথাটা ছিঁড়ে
ফেললো,সে আর কোনোদিন
কোনো রহস্য উন্মোচন
করবেনা ।
শুভ্র এই মাত্র তার চশমাটা
খুলে সমুদ্রে ফেলে দিলো,
সে আর কোনদিন শুদ্ধ
মানুষ হতে চাইবেনা ।
রূপা এই মাত্র ছাদ থেকে
নেমে গেলো,
সে আর কোনদিন হিমুর
জন্য অপেক্ষা করবেনা-
এই কথাগুলি মিথ্যা হলে
সবচেয়ে ভাল হতো ।"
স্ট্যাটাসটি দেখা মাত্র
আমার বুকটা কেঁপে উঠলো,
ততোক্ষণে চোখ বেয়ে
কয়েক ফোটা জলও ঝরে
পড়েছিলো ।
আমি বিশ্বাস করতে পারছিলাম
না তাই
তাড়াতাড়ি বিডিনিউজ২৪.কম লগিন
করলাম এবং দেখলাম
"চলে গেলেন হুমায়ূন আহমেদ"
এরকম একটা নিউজ
হুমায়ূন আহমেদ !
শুধু কি একটা নাম ?
হয়তো একটা নাম কিন্তু
এই নামে লুকিয়ে আছে
আরো কিছু নাম ।
তাঁর চলে যাওয়ার সাথে
সাথে লুকিয়ে থাকা সেই
নামগুলিও চলে গেলো
শুধু রয়ে গেলো তার
কোটি কোটি ভক্ত আর
অজস্র চোখের জল ।
যখন ভাবী আর কোনদিন
নতুন একটি হিমুর বই
পাবোনা,তখন সত্যিই
চোখের জল ধরে রাখতে
পারিনা ।
এই মানুষটার প্রতি কতখানি
ভালবাসা যে আছে তার
বহিঃপ্রকাশ কতখানিই বা
করতে পারি ।
হুমায়ূন আহমেদের সাথে
আমার পরিচয় "নির্বাসন"
নামক একটি উপন্যাস দ্বারা
যখন আমি ক্লাস থ্রি'তে
পড়ি ।
তবে তারো অনেক আগে
যখন আমি আরো ছোট
তখন "ভূত-অদ্ভুত" নাটক
দ্বারা আমি হুমায়ূন আহমেদকে
চিনেছিলাম ।
আজ সেই হুমায়ূন আহমেদের
প্রয়াণ দিবস ।
এই লেখাটির এ পর্যন্ত লিখতে
গিয়ে আমাকে কয়েকবার
চোখ মুছতে হয়েছে ।
হুমায়ূন আহমেদ এমন
একজন প্রতিভাবান লেখক
ছিলেন যে তার বই হাতে
নিয়ে প্রচ্ছদ পড়েনি এমন
লোক হয়তো হ্যারিকেন
জ্বালিয়েও খুঁজে পাওয়া
যাবেনা ।
আর যে একবার প্রচ্ছদের
লেখা পড়েছে তাকে প্রথম
পৃষ্ঠা পড়তে হয়েছে ।
আর যে একবার প্রথম
পৃষ্ঠা পড়েছে তাকে শেষ
পৃষ্ঠা পর্যন্ত পড়তেই হয়েছে ।
এইটাই হচ্ছে হুমায়ূন
আহমেদ ।
বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ
লেখক ।
তাকে নিয়ে সমালোচনা
কম হয়নি ।
তবে তাঁর ব্যক্তিগত ব্যাপার
নিয়ে নাক গলানোটা কারোরই
উচিত নয় ।
তবে ব্যক্তিগত ব্যাপারে নাক
গলিয়ে জল ঝরানোটা বাঙালির
অভ্যাস ।
তবূ তিনি কিংবদন্তী,
তিনিই সেরা ।
হে আল্লাহ,
এই মানুষটিকে তুমি ভাল
রেখো,
আমিন ।।
©somewhere in net ltd.