নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয় করবো বাংলাদেশ ।।

বাংলাদেশপন্থী ।।

Aabid

মানুষের স্বভাব হচ্ছে পিছন দিয়ে টেনে ধরা ।সে চায়না তার সামনে দিয়ে কেউ এগিয়ে যাক ।খুব অল্প সংখ্যক মানুষ এই স্বভাবের বাইরে থাকতে পারে ।যুগে যুগে তারাই মহাপুরুষ হয়েছে,হচ্ছে,হয়ে যাবে ।।(প্রথম লাইনটা আমার স্কুল জীবনের প্রিয় শিক্ষক জাবেদ স্যারের ।পরের লাইনগুলি আমার লেখা)

Aabid › বিস্তারিত পোস্টঃ

বাজরাঙ্গি ভাইজান ও কিছু অপ্রিয় কথা...।।

০২ রা আগস্ট, ২০১৫ সকাল ৯:১৬

গত মাসে হয়ে
যাওয়া ঈদে ভারতসহ প্রায়
৫০ টি দেশে মুক্তি পেয়েছে
একটি ভারতীয় ছবি,
নাম "বাজরাঙ্গি ভাইজান" ।
আমি হিন্দী কম বুঝি তাই
এর অর্থ বলতে পারছিনা ।
ভার্চুয়ালী যতোটা জেনেছি
তা হচ্ছে এটি ভারত-পাকিস্তান
সীমান্ত নিয়ে তৈরী এবং এই
ছবিতে নাকি ভারত
মহানুভবতার পরিচয় দিয়েছে ।
বিডিনিউজ ডট কম তো
একদম এভাবেই লিখে দিয়েছে-
"পাকিস্তানকে কাঁদাচ্ছে
"বাজরাঙ্গি ভাইজান" ।
পুরো পাকিস্তান এবং
ভারতের জনগনকেই নাকি
ছবিটি কাঁদাচ্ছে ।
যতোটা জেনেছি তাতে
বুঝেছি বাঙ্গালীকেও নাকি
ছবিটি খুব কাঁদাচ্ছে,
অনেকে তো স্ট্যাটাসই
দিচ্ছে এভাবে-
'আমার দেখা শ্রেষ্ঠ ছবি',
'কেঁদে ফেললাম',
'ভারতের ইতিহাসের শ্রেষ্ঠ
ছবি' ইত্যাদি ইত্যাদি
অশ্রুসিক্ত স্ট্যাটাস ।
এখন প্রশ্ন হচ্ছে-
যেসব বাঙ্গালী এই ছবিটি
দেখে মন ভারী করছে
তারা কি সত্যিই বাঙ্গালী ?
আমার তো তাদের বাঙ্গালীত্ব
নিয়ে সন্দেহ হচ্ছে ।
আরে ওহে বাঙ্গালী-
যখন ভারতীয় বাহিনী
ফেলানীকে হত্যা করে
কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল
তখন তোমার চোখের জল
কোথায় ছিল ?
যখন হাবিবুরকে ন্যাংটা
করে পিটিয়েছিল ঐ ভারতীয়
বিএসএফ তখন কোথায়
ছিল তোমাদের আলগা মন ?
আমাদের রক্তে গড়া
সীমান্ত নির্বিচারে গুলি
চালাচ্ছে আমার ভাই,
আমার বোনের বুকে
আর ছবি বানাচ্ছে
পাকিস্তান সীমান্তকে নিয়ে !
এটাই তোমাদের
বাজরাঙ্গি ভাইজানের দেশের
কর্ম ।
ভারত স্পষ্টতই একটা
চতুর রাষ্ট্র,
পাকিস্তান সীমান্তে তারা
প্যাঁটর প্যাঁটর করতে
গেলেই পাকিস্তানী বাহিনী
তাদের দুই একটা সেনাকে
মুহুর্তেই কাত করে ফেলে
গুলি করে ।
তাই ছবি বানিয়ে তারা
ঐ পাশের সীমান্তকে
ঠান্ডা রাখছে আর এসে
গুলি চালাচ্ছে আমাদের
সীমান্তে ।
ধিক ঐসব সিনেমাপ্রেমীদের
প্রতি যারা ভাইজানে মেতেছেন ।
আপনারা যে বাংলাদেশের
নাগরিক হিসেবে কলঙ্ক
এটুকু বুঝা উচিত,
আপনারা পরগাছা,
আপনারাই অবৈধ ।
আমাদের সীমান্তে হত্যার
কোনো খবর আপনারা
রাখেন না অথচ আগবাড়িয়ে
চোখের পানি ঝরাচ্ছেন
কোথাকার কোন বাল
ভাইজানের জন্য !
ছিঃ ।
আপনাদের কিছু বলবোনা ।
শুধু বাংলাদেশের প্রতি
একটা কথাই বলতে চাই-
হে মাতৃভূমি বাংলাদেশ,
এইসব কুলাঙ্গার,ভাইজা ন
প্রিয়দের জন্মের সময় কেন
লবণ খাইয়ে মেরে ফেললে না ?
তাহলে অন্তত অপবিত্রতা
তোমায় ছুঁতে পারতো না ।
বাঙ্গালীর শুভবুদ্ধির উদয়
হোক,
মাতৃভূমির প্রতি টান আসুক ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.