![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের স্বভাব হচ্ছে পিছন দিয়ে টেনে ধরা ।সে চায়না তার সামনে দিয়ে কেউ এগিয়ে যাক ।খুব অল্প সংখ্যক মানুষ এই স্বভাবের বাইরে থাকতে পারে ।যুগে যুগে তারাই মহাপুরুষ হয়েছে,হচ্ছে,হয়ে যাবে ।।(প্রথম লাইনটা আমার স্কুল জীবনের প্রিয় শিক্ষক জাবেদ স্যারের ।পরের লাইনগুলি আমার লেখা)
জাতি হিসেবে বাঙ্গালীর
অনেক ত্রুটি আছে ।
পৃথিবীর অন্য কোনো
জাতির বোধহয় এতো
ত্রুটি নেই ।
বাঙ্গালী বেঈমান,
বাঙ্গালী স্বার্থপর,
বাঙ্গালী নির্লজ্জ,
বাঙ্গালী বেহায়া ।
এর অসংখ্য প্রমাণ ও
উদাহরণ আছে ।
তরুণ প্রজন্ম এতোটাই
বখে গেছে যে আগামী
২০-৩০ বছর পর
হয়তো বাঙলাদেশ
মেধাশূণ্য হয়ে যাবে !
কয়েকটা অনলাইন
পত্রিকার সুবাদে জানতে
পারলাম যে ,
আগামী মাসে নাকি
আন্তর্জাতিক পর্ণস্টার,
সেক্স ওয়ার্কার,সমকামী
ও বহু পুরুষগামী সানি
লিওন বাংলাদেশে আসবেন !!!
টিকেটের সর্বনিম্ন মূল্য
হচ্ছে ১৫ হাজার টাকা !!!
এখন প্রশ্ন হচ্ছে-
সানি লিওনকে এ দেশে
এনে কি শেখানো হবে
তরুণ প্রজন্মকে ???
আয়োজক গোষ্ঠী যে
বিবেকহীন কুত্তারবাচ্চা,
জাতীয়তাবোধহীন ও
স্বাধীনতা বিরোধী তাতে
কোনো সন্দেহ নেই ।
আমি জানি,
আমার এ লেখায়
কিচ্ছু যায় আসে না ।
প্রতিবাদ হবে,সমালোচনা
হবে তবু সানি লিওন আসবে
আর পত্রিকা ও টিভির
প্রধান শিরোনাম হবে-
"বাংলাদেশ কাঁপিয়ে গেলেন
সানি লিওন ।"
বাঙ্গালী জাতীর একটা
ত্রুটি দেখালাম ।
হাজার বছরের ঐতিহ্য,
সংস্কৃতিকে পদধূলিত করে
তরুণ-তরুণী ছুটবে
সানি লিওনকে দেখতে,
হা করে তাকিয়ে থাকবে
তার শরীরের প্রতিটি
ভাঁজের দিকে ।
সানি লিওনকে দেখে
অসংখ্য তরুণ-তরুণীর
রানের চিপায় পানি আসবে,
বাঁধভাঙ্গা পানির চাপ
সামলাতে না পেরে
কনডমের দোকানে ভিড়
পড়বে !
এইটাই তো নাকি ?
এই উদ্দেশ্যেই তো সানি
লিওনকে এ দেশে আনা
হচ্ছে ।
সত্যিই যদি সানি লিওন
এ দেশে পা রাখে তাহলে
বাংলাদেশ নীরবে কেঁদে
উঠবে,
৩০ লাখ শহীদের আত্মা
চেয়ে চেয়ে দেখবে তাদের
এ প্রজন্মের নিম্নগামীতা,
৭ জন বীর শ্রেষ্ঠ আর
ভাষা শহীদদের আত্মারা
সেদিন কাঁদবে ।
তবু সানি আসবে,
ধর্ষিত হবে আমার সোনার
বাংলাদেশ ।
বখে যাওয়া এই প্রজন্মকে
দিয়ে জাতীর এতোটুকুও
উপকার আসবে না ।
যে ছেলেটি অথবা মেয়েটি
সানির সাথে সাথে কোমড়
দোলাবে তাকে দিয়ে আর
কতটুকুই বা আসা করা
যায় ।
এরা জাতির বোঝা,
এদের প্রকাশ্য দিবালোকে
গুলি করে হত্যা করা
উচিত এবং তা টিভিতে
সরাসরি দেখাতে হবে যেনো
অবশিষ্ট বখে যাওয়ার জন্য
তৈরি থাকা প্রজন্ম ভাল
হয়ে যায় ।
জাতির রন্দ্রে রন্দ্রে
যৌনতা ঢুকে গেছে ।
যৌনরসে সিক্ত এ দেশের
কোটি কোটি সানি ভক্ত
আপু আর ভাইয়ারা ।
সানি আসলে এগুলো
বিস্ফোরিত হবে ।
হায় রে বাংলাদেশ,
হায় রে বাঙ্গালী ।
বড় হতভাগা,
বড় অসহায় এই দেশ ।
হে আল্লাহ,
বাঙ্গালীকে বুঝ দাও ।।
©somewhere in net ltd.