নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয় করবো বাংলাদেশ ।।

বাংলাদেশপন্থী ।।

Aabid

মানুষের স্বভাব হচ্ছে পিছন দিয়ে টেনে ধরা ।সে চায়না তার সামনে দিয়ে কেউ এগিয়ে যাক ।খুব অল্প সংখ্যক মানুষ এই স্বভাবের বাইরে থাকতে পারে ।যুগে যুগে তারাই মহাপুরুষ হয়েছে,হচ্ছে,হয়ে যাবে ।।(প্রথম লাইনটা আমার স্কুল জীবনের প্রিয় শিক্ষক জাবেদ স্যারের ।পরের লাইনগুলি আমার লেখা)

Aabid › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নের নায়ক-নায়িকারা ।।
পর্ব-১

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৫

হঠাত্‍ করে একটু আগে
মনের ভেতর একটা
বাংলা ছবির গান
বেজে উঠলো-
"তুমি কই তুমি কই
তোমার বুকের মধ্যিখানে..."

আমি পিচ্চিকাল থেকেই
প্রচুর বাংলা ছবি দেখি ।
আমি সারাদিন বিটিভিতে
ছবি দেখতাম আর নিজেকে
অমুক নায়কের মতো ভেবে
অমুক নায়িকার সাথে প্রেম
করতাম ।
আহারে ! কত মধুর ছিল
আমার জীবনের সেইসব
দিনগুলি ।
আমার সেইসব দিনের
স্বপ্নের নায়ক আর
নায়িকাদের নিয়ে
এই দুই পর্বের
পোস্টখানা সাজিয়েছি ।
পড়ুন,অন্যকে পড়তে দিন-
বাংলা ছবি দেখুন,
বিশুদ্ধ থাকুন ।।

নায়কঃ

১।
রাজ্জাকঃ
রাজ্জাকের কথা বলতেই
আপনাতেই মাথায় কিছু
গান বেঁজে উঠেছে-
"নীল আকাশের নীচে আমি
রাঁস্তা চলেছি একা..."
অথবা,
"আয়না তে ঐ মুখ দেখবে যখন,
কপালের কালো টিপ পরবে
তখন"

এই তো রাজ্জাক ।যাকে
বলি নায়ক রাজ রাজ্জাক ।
তরুণ রাজ্জাক ছিল আমার
স্বপ্নের নায়কদের একজন ।
তার অভিনীত অনেক ছবি
দেখেছি ।এই মুহূর্তে মনে
পড়ছে- নীল আকাশের নীচে,
জীবন থেকে নেওয়া,দ্বীপ
নেভে নাই,স্বরলিপি,
অশ্রু দিয়ে লেখা,
ওরা ১১ জন,
বাবা কেন চাকর,
আবদুল্লাহ-
আরো কত তার কয়টাই বা
মনে রাখতে পেরেছি ।।

২।
আলমগীরঃ
আলমগীর আমার খুব প্রিয় ।
আলমগীর মানেই অসাধারন
এক অভিনীতা ।
আলমগীরের মতো এতো
স্বাভাবিকভাবে আর কোনো
অভিনীতা অভিনয় করেছে
কিনা আমার জানা নেই ।
আলমগীরের মতো এতো
শান্ত শিষ্ট অভিনয় সবাই
পারেনা ।
আলমগীর-শাবানা জুটির
কিছু ছবি আজো হৃদয়ে
গাঁথা আছে ।
আলমগীরের যে কটা ছবি
দেখেছি তার মধ্যে যা মনে
পড়ছে তা হলঃ-
সাম্পানওয়ালা,দেনা-পাওনা,
সবুজ-সাথী,হিসাব-নিকাশ,
দুই নয়ন-
আর গুলা মনে নাই ।
কত মনে রাখা যায় কন ?
ছবি তো আর কম দেখিনি ।
সব ছোটবেলায় দেখা ।
এখনো সুযোগ পেলে দেখতে
বসে যাই ।।

৩।
সালমান শাহঃ
"তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ের সুখের দোলা,
নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবেনা ভোলা..."
সালমান শাহ সম্পর্কে কি
আর কিছু বলা লাগবে ?

আমি কিছু বলতে পারবোনা
শুধু অনুরোধ নীচের ছবিগুলি
দেখবেন তাহলে বুঝবেন
আমরা কি হারিয়েছি-
কেয়ামত থেকে কেয়ামত,
অন্তরে অন্তরে,সুজন সখী,
আনন্দ অশ্রু,এই ঘর এই
সংসার,স্বপ্নের পৃথিবী,
স্বপ্নের নায়ক,স্বপ্নের ঠিকানা ।
আর মনে নাই ।
সালমান শাহ সম্ভবত ২৬
টি সিনেমা করে যেতে
পেরেছেন এবং সবগুলিই
ছিল সুপার হিট ।
কত যে প্রিয় ছিল কাকে
বোঝাবো ।।

৪।
শাকিল খানঃ
শাকিল খানকে সবসময়
দেখতাম বড় লোকের ছেলের
পার্টে অভিনয় করতে ।
শাকিল খানের ছবিতে
একটু আধটু যৌনতা থাকতো ।
সত্যি কথা বলতে শাকিল
খান যে নয়নে পপির দিকে
তাকাতো তা ইমরান
হাশমীকেও হার মানায় ।
বিশেষ করে শাকিল খান
আর পপির বৃষ্টির ভেতর
একটি গানের
কথা মনে পড়লে এখনো
রাইতে ঘুমাতে পারিনা ।
তবে শাকিল খানের অভিনয়
দক্ষতা ছিল প্রশংসনীয় ।
জনপ্রিয়তা পেয়েছিলো অনেক ।
কিন্তু তাহার অভিনীত কোনো
ছবির নাম মনে করতে
পারছিনা ।
ও হ্যা একটার কথা মনে
পড়েছে ।
রিয়াজ,শাবনুর আর শাকিল
খানের একটা ছবি আছে,
নাম-বিয়ের ফুল ।
অতি অসাধারন ছবি ।
সেদিন ATN বাংলাতেও
দেখেছি ।।

৫।
আমিন খানঃ
পাড়ার পিচ্চি
ছেলেদের কাছে আমিন
খান ছিল এক ধ্বংসাত্মক
ফাইটার ।
আমরা তার ছবি দেখতাম
শুধু ফাইটিং এর জন্য ।
আমিন খান অভিনয়ও
ভালো করতো ।বিশেষ করে
আমিন খান যদি কাঁদতো
আমি ভাবতাম ছেলেটা
সত্যি সত্যি কেঁদে ফেলেছে ।
মন খারাপ হয়ে যেতো
আমার ।
আমিন খানের অনেক ছবি
দেখেছি ।
এর মধ্যে যে কটা মনে আছে-
স্বপ্নের নায়ক,ফুল নেবো না
অশ্রু নেবো,আজ গায়ে হলুদ,
বধূবরণ,কে আমার বাবা
ইত্যাদি ইত্যাদি ।।

৬।
বাপ্পারাজঃ
বাপ্পারাজ হচ্ছে বিরহের
নায়ক ।
প্রত্যেকটা ছবিতেই তাকে
দেখতাম প্রেমিকা হারানোর
ব্যথায় কাঁতর থাকতে ।
আমার কাছে বাপ্পারাজের
সেরা অভিনয় হচ্ছে
"জীনের বাদশা" আর "প্রেমের
সমাধী" ।
এর মধ্যে 'জীনের বাদশা' দেখলে
হাসতে হাসতে পেট ব্যথা
হয়ে যেতো আর
'প্রেমের সমাধী'
দেখে কেঁদেছি অনেক ।

৭।
ইলিয়াস কাঞ্চনঃ
"বেদের মেয়ে জোছনা
আমায় কথা দিয়েছে
আসি আসি বলে জোছনা
ফাঁকি দিয়েছে" ।
আর কিছু বলতে চাইনা ।
যদি পারেন ছবিটি দেখবেন ।
আর হ্যা,
"ভন্ড প্রেমিক" দেখতে
ভুলবেন না ।
"সেই তুফান" আমার
আরেকটা প্রিয় ছবি ।।

৮।
রিয়াজঃ
রিয়াজ !
জী,
ইনিই আমার প্রিয় নায়ক ।
আমার স্বপ্নের নায়ক ।
কত যে নিজেকে রিয়াজ
ভেবে শাবনুর,পূর্ণিমাকে
জড়িয়ে ধরেছি তাহার
হিসাব নাই ।
রিয়াজের প্রায় সব ছবিই
আমার দেখা ।
গুটি কয়েক ছবির হয়তো
নাম মনে করতে পারবো
আপাতত-
ও প্রিয়া তুমি কোথায় (Best),
শ্যামল ছায়া,দুই দুয়ারী,
মনের মাঝে তুমি (Best),
পড়েনা চোখের পলক (Best),
হৃদয়ের কথা,বিয়ের ফুল,
পৃথিবী তোমার আমার,
রং নাম্বার(Best),প্রেমের তাজমহল(Best)-
আরো এত্তো এত্তো ।।

৯।
শাকিব খানঃ
শাকিব খানকে আমাদের
এ প্রজন্ম অত্যন্ত হেয় চোখে
দ্যাখে ।
শাকিব খানকে ইদানিং
কাটপিস ছবিতে
একটু বেশি দ্যাখা যাচ্ছে
এটা সত্য তবে তাকে ছোট
করার কিছু দেখিনা ।
শাকিব খান আমাদের গর্ব ।
ভারতীয় নোংরা সিনেমা
থেকে এদেশকে বাঁচাতে তিনি
প্রায় একাই লড়ে যাচ্ছেন ।
আমি কখনোই তার ছবিতে
নায়িকার নাভী বের করে
থাকতে দেখিনি !
শাকিব খান আমার প্রিয়
নায়কদের একজন ।
এই প্রজন্মের একজন হয়েও
আমি গর্বের সাথে বলি-
আমাদের একজন শাকিব
খান আছেন,আমি তার ছবি
ভালবাসি ।।

শাকিব খানের বহু ছবি
দেখেছি ।কিছু ছবির
নাম মনে থাকতে পারে
হয়তো-
ও প্রিয়া তুমি কোথায়,
ভালোবাসলেই ঘর বাঁধা
যায়না,টাকার চেয়ে প্রেম বড়,
বলবো কথা বাসর ঘরে,
তোমাকে বউ বানাবো
আর গত বছর মুক্তি পাওয়া
লাভ ম্যারেজ ।
নিঃসন্দেহে,
শাকিব খান আমাদের
চলচ্চিত্রের সেরা নায়কদের
একজন ।।

১০।
অমিত হাসানঃ
অমিত হাসানের কোনো
ছবির নাম মনে করতে
পারছিনা ।
তবে একটি ছবি চোখে
ভাসে ।
শাবনুরের সাথে ।
ছবিটি Mytv তে কিছুদিন
আগে দিনভর দিতো ।
অসাধারন ছিলো ।।

পাঠক,
মনে করেন তো কে কে
বাদ পড়েছে ?

আরে ভাই চানাচুরওয়ালা
আমাদের প্রিয় জসিম আর
খায়রুন সুন্দরীর প্রেমিক
ফেরদৌস ।
এরা সবাই আমার স্বপ্নের
নায়ক ।।

মনে পড়ে দিলদার,
টেলি সামাদ এর কথা ।
ভিলেন ডন,টনি ডায়েস,
মিশা,এটিএম,আহমদ শরীফ
এরাও আমার অনেক প্রিয় ।

আজ এখানেই ।
কাল আসবো স্বপ্নের
নায়িকাদের নিয়ে ।।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৯

ইমরাজ কবির মুন বলেছেন:
ছবি অ্যাটাচ করে দিতে পারতেন |

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৯

Aabid বলেছেন: মোবাইল দিয়া লিখি তো তাই দিতে পারিনি ।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১২

জনম দাসী বলেছেন: মানুষ ভূকম্পন আতংকে মসগুল আর আপনি আছেন ওই পাপি নায়ক নায়িকাদের হিসেব নিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.