নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয় করবো বাংলাদেশ ।।

বাংলাদেশপন্থী ।।

Aabid

মানুষের স্বভাব হচ্ছে পিছন দিয়ে টেনে ধরা ।সে চায়না তার সামনে দিয়ে কেউ এগিয়ে যাক ।খুব অল্প সংখ্যক মানুষ এই স্বভাবের বাইরে থাকতে পারে ।যুগে যুগে তারাই মহাপুরুষ হয়েছে,হচ্ছে,হয়ে যাবে ।।(প্রথম লাইনটা আমার স্কুল জীবনের প্রিয় শিক্ষক জাবেদ স্যারের ।পরের লাইনগুলি আমার লেখা)

Aabid › বিস্তারিত পোস্টঃ

সত্যিকার প্রেমিকা চেনার
উপায়-
(দেইখ্যা লন,নাইলে পস্তাইবেন)

৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৪

বেশ কিছুদিন ধরেই ভাবতেছি
আমার এই আবিষ্কারটা
লোক সমাজে প্রকাশ করে
জনসেবা করা উচিত ।
তাই লিখতে বসলাম ।

বাই দ্যা ওয়ে,
এই এক্সপিরিমেন্ট ঠিক ঠাক
করতে পারলে ১০০%
গ্যারান্টি দিতে পারি যে,
আপনার প্রেমিকা সত্যিকার
কিনা জানতে পারবেন :-D
২ মিনিটের কাজ মাত্র ।

কথা না বাড়িয়ে অল্পতে
শেষ করি ।
আমার আবার মেলা পড়া
আছে ।

এই কাজটি করার জন্য
একটি নির্জন স্থানের দরকার ।
আশেপাশে আপনি ছাড়া আর
কোনো পুরুষ লোক থাকা
যাবেনা ।
ভয় নেই,
আমি চাইপ্যা ধরতে
কমুনা ।
এহেন কুকর্ম করিতে আমি
কমুনা ।
যা করার বিয়ার পর,
আগে সত্যিকার প্রেমিকা তো
বাছাই করুন ।।

যাহোক নিরিবিলি জায়গাতে
আপনার প্রেমিকা দাঁড়িয়ে
আছে ।
আপনি তার একদম সামনে
গিয়ে দাঁড়ান ।
চোখে চোখ রাখুন ।
প্রেমিকার ঠোঁট দেখে আবার
ঝাঁপাইয়্যা পড়বেন না পিলিগ ।
শক্ত করে দাঁড়িয়ে থাকুন ।
ডান হাতে শরীরের সব
শক্তি আনুন ।
হাতের পাঁচ আঙুল ছেড়ে
দিন,প্রচন্ড শক্তি সঞ্চয় করুন
হাতের আঙুলে ।
.
.
.
.
.
ভয় নাই ওরে ভয় নাই :-D
.
.
.
.
গায়ের সব শক্তি
দিয়ে প্রেমিকার কান-গাল
জড়িয়ে কষে এক থাপ্পড়
মারুন ।
ব্যস,কাম শ্যাষ ।
এবার অপেক্ষা করুন
কয়েক সেকেন্ড ।

প্রেমিকার চোখের দিকে
ভালো করে তাকান ।
যদি দ্যাখেন সে রেগে
গেছে আর চোখ মুখ শক্ত
করে ফেলেছে তাহলে
এহেন প্রেমিকা আপনার
জন্য ক্ষতিকর ।
তাকে ত্যাগ করাই উত্তম ।।

আর যদি দ্যাখেন প্রেমিকার
চোখে ভিজে গেছে তাহলে
ধরে নিতে পারেন এই
পৃথিবীতে ঐ মেয়ের চেয়ে
আপনাকে আর কেউ
ভালবাসেনা ।
চোখ-মুখ কঠিন করা
মেয়েটির কাছে আপনি
সাময়িক ।
আর যে মেয়েটির চোখ
ভিজে যাবে আপনি তার
কাছে অনেক কিছু ।
সে এই ভেবে কেঁদে ফেলবে
যে,
যাকে এতো ভালবাসি সে
আমাকে থাপ্পড় মারলো !

আর চোখ-মুখ কঠিন
করা মেয়েটি ভাববে-
মাগীর পোলার কত্ত বড়
সাহস,আমার গায়ে হাত
দেয় ।।

অতএব,
মাত্র কয়েক মিনিটের এই
কাজটি করে আপনি বেছে
নিতে পারবেন আপনার
প্রকৃত জীবনসঙ্গীনীকে ।
তারপর যতো দ্রুত পারেন
বিবাহ কইরা ফালান ।।

আমার পরামর্শ হচ্ছে,
চৌকিটা একটু শক্ত
করে বানাবেন ।
আপনাদের চৌকিটা একটু
বেশিই কাঁপাকাঁপি করতে
পারে,
শক্ত না হলে ভেঙ্গে নিচে
পড়ে যেতে পারেন ।
ফলে বাকী জীবন কোমড়
ভাঙ্গা বৌ নিয়া কাটাইতে
অইবো ।

অতঃপর,
আশা করি সবাই সফল
হবেন এবং আমাদের বাসায়
এক এক কেজি মিষ্টি পাঠায়া
দিবেন ।
শুভ কামনা ।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৮

সাদা মনের মানুষ বলেছেন: আপনি কতবার পরিক্ষা করার পর আসল জনকে পেয়েছেন বলবেন কি? ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.