![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের স্বভাব হচ্ছে পিছন দিয়ে টেনে ধরা ।সে চায়না তার সামনে দিয়ে কেউ এগিয়ে যাক ।খুব অল্প সংখ্যক মানুষ এই স্বভাবের বাইরে থাকতে পারে ।যুগে যুগে তারাই মহাপুরুষ হয়েছে,হচ্ছে,হয়ে যাবে ।।(প্রথম লাইনটা আমার স্কুল জীবনের প্রিয় শিক্ষক জাবেদ স্যারের ।পরের লাইনগুলি আমার লেখা)
আমার ল্যাপটপ তোশিবা
কোম্পানির ।
উইন্ডোজ ৮ চালাতাম ।
গতকাল দুপুরে নেট থেকে
উবুন্টু ১৪. . ডাউনলোড
করে ইনস্টল করার পর
ল্যাপটপ আর ওপেন হচ্ছেনা ।
ওপেন করতে গেলেই একটি
কালো স্ক্রিণে কিসব লেখা
ভেসে ওঠে বুঝিনা ।।
প্লিজ কেউ হেল্প করেন,
বিপদে আছি ।।
২| ৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫২
মুক্তকণ্ঠ বলেছেন: কী লেখা আসে সেটা না বুঝলেও অন্তত বলতে তো হবে! নাহলে কেউ পরামর্শ দিবে কীভাবে?
কালো স্ক্রিনের লেখাগুলো কেমন? কয়েকটা আইটেমের লিস্ট? এটা Grub স্ক্রিন হতে পারে।
উবুন্টু কি উইন্ডোজের মধ্যেই ইন্সটল করেছেন নাকি আলাদা পার্টিশন?
৩| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৪
Aabid বলেছেন: হয়না তো ভাই ।
৪| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৯
Aabid বলেছেন: উইন্ডোজের মধ্যেই ।
নেট থেকে ডাউনলোড করেছি ।
আর যা লেখা আসে তা অনেকটা এরকম-
BOOT FAILED:plz change disks and press a key to continue...
:'(
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫০
কথিত লেখক বলেছেন: আপনি Esc এবং power Button একসাথে চেপে ধরে রাখুন। ওপেন হবে ইনশাল্লাহ। ওপেন হওয়ার পর Ctrl+Alt+Del প্রেস করুন। ল্যাপটপ রিবুট হবে। তারপর অপেক্ষা করুন।