![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেক্স আর কিস যদি আমাদের সমাজের ট্যাবু হয় তাহলে আজ জনসংখ্যা ১৮ কোটি কেন ?
মন্তব্য আশা করছি ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৪০
রায়হানুলহক বলেছেন: তবুও তো কুকুর ১৮ কোটি নাই ?
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:৪৫
উম্মু আবদুল্লাহ বলেছেন: মনে হয় ট্যাবু, কারন "আমার ফাসি চাই" বইতে পড়েছিলাম শেখ হাসিনা নাকি ২৩ বছর কোন সেক্স করেন নি। প্রধানমন্ত্রীর যদি এই মানসিকতা হয় তবে অন্যদের কি হবে?
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:৫৫
এস এম মামুন অর রশীদ বলেছেন: লেখক, এই পোস্ট তো এসএমএস-এর চেয়েও ছোট! দয়া করে ব্লগকে মোবাইল ফোনের এসএমএস অপশন বানানো থেকে বিরত থাকুন। আর আপনার কথা শুনে মনে হচ্ছে যে কর্ম মানুষ প্রকাশ্যে করে না, সে জিনিসই ট্যাবু।
উম্মু আবদুল্লাহ, আমাদের দেশে বই লেখা খুব সহজ। কে কোন বইয়ে কী লিখল, তার উপর ভিত্তি করে প্রধানমন্ত্রী ও জাতির ব্যাপারে উপসংহার টেনে ফেলবেন না। শিক্ষিত মানুষের নানান যাচাই-বাছাই করেই কথা বলা উচিত, তাহলে কথার গুরুত্ব থাকে।
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এ জাতীয় পোস্ট আমার মনে হয় আপনার ফেসবুকে দিলেই বেশী মানাতো।
সেখানে সবাই আপনার নিজস্ব বন্ধুবান্ধব।
ব্লগ একটি রুচিশীল মাধ্যম।
এ জাতীয় পোস্ট এখানে মানায় না।
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:১৩
মোহাম্মাদ ফারহান খান বলেছেন: এদেশে বিয়ে করতে করতে পুরুষের বয়স হয় ২৮-৩০।তারা বিয়ের কয়ে মাসের মধ্যে বাচ্চা নেয়।এভাবে বছর যেতে না যেতে ২-৩ টা বাচ্চা জন্ম দান করে ।আমাদের দেশের মানুষের সন্তান জন্ম দান ক্ষমতা বেশি হওয়ার কারণে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি।
৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:০০
উম্মু আবদুল্লাহ বলেছেন: @এস এম মামুন অর রশীদ, যেরকম পোস্ট সেরকম জবাব দিতে চেয়েছিলাম।
আরেকটি বিষয়। আপনার মন্তব্য লেখার টোনে মনে হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে আমি এরকম একটি প্রসংগ তোলায় আপনি বিরক্ত হয়েছেন। অবশ্যই আপনি যুক্তিযুক্ত কথা এবং অবস্থান নিয়েছেন। কিন্তু এর বিপরীত অবস্থাটুকু দেখুন। আওয়ামী লীগের নেতা নেত্রীরা ক্রমাগত খালেদা জিয়াকে নিয়ে ঐরকম যাচ্ছে তাই আজেবাজে মন্তব্য যুগের পর যুগ ধরে করেই যাচ্ছে। এই কিছুদিন আগে মাহবুবুল আলম হানিফ কোন এক পাকি অফিসারকে দাবী করলেন খালেদা জিয়ার "প্রথম প্রেম" হিসেবে।
৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৩
রাজীব নুর বলেছেন: ফালতু প্রশ্ন।
৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪০
কলাবাগান১ বলেছেন: কিছু ব্লগার সীমা ছাড়িয়ে মন্তব্য করছেন এতে সামু 'বিপদে' পড়ে যেতে পারে
৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৫
এস এম মামুন অর রশীদ বলেছেন: উম্মু আবদুল্লাহ, অশোভন কথা সবসময়ই অশোভন কথা, তা প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী কিংবা সাধারণ কোনো নারীকে নিয়েই হোক না কেন এবং তা সাধারণ কোনো ব্লগার কিংবা বিশিষ্ট কোনো আইনপ্রণেতাই বলুন না কেন। সুতরাং এ ফাঁদে কখনো পড়া যাবে না যে একজনকে নিয়ে অশোভন কথার জবাবে আরেকজনকে অশোভন কথা বলাই যুক্তিযুক্ত।
আমাদের দেশে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও নৈতিক শিক্ষার অভাবের দরুন প্রতিপক্ষের চরিত্রে কালিমা লেপন বা চরিত্রহনন একটি মোক্ষম অস্ত্র হিসেবে বিবেচিত হয়। আর প্রতিপক্ষ নারী হলে তো কোনো কথাই নেই। এটি অবশ্যই নীচ কাজ এবং মানুষ যেহেতু তুলনাপ্রিয়, চিন্তাভাবনায় সচেতন না হয়ে নীচ এবং ভুল এই কাজটি অনেকে করে ফেলেন।
১০| ১৩ ই এপ্রিল, ২০১৯ ভোর ৪:১৩
অনল চৌধুরী বলেছেন: এবার বুঝলাম,কেনো এই ব্লগ বন্ধ করা হয়েছিলো।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:১৩
অনল চৌধুরী বলেছেন: এসব কি মানুষ কুকুরের মতো সবার সামনে করে?