নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাপ মা আর ব্লগারদের দোআয় আর বেকার নই আমি।

বেকার

বেকার মানুষ

বাপ মা আর ব্লগারদের দোআয় আর বেকার নই আমি।

বেকার মানুষ › বিস্তারিত পোস্টঃ

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৬

ভোটের দিন বন্ধ রাখতে হবে বলে দেশের ৫৯ জেলার সব ব্যাংক শাখা আগামী শুক্র ও শনিবার খোলা রাখতে বলেছে বাংলাদেশ ব্যাংক। এপিক ডিসিশন বাই বাংলাদেশ ব্যাংক। ...।আমার মতে রাতদিন ২৪ ঘন্টা ব্যাংক খোলা রাখা উচিত।এমনকি ব্যাংকারদের হাগু মু্তু করারও টাইম দেয়া উচিত না...।আরে ভাই ব্যাংকাররা মানুষ নাকি?মানুষের হাগুমুতু করা মানা্য়,ব্যাংকারদের না।যেসব ব্যাংকার শুক্র শনিতে বিয়ে করতে যাচ্ছেন তারা তো ছুটি পাচ্ছেন না,তারা হবু বউ নিয়ে ব্যাংকে চলে আসুন,ব্যাংকিং আওয়ারে তাদের বিয়ে দেয়া হবে,আর ক্যাশ ভল্টের ভেতর তাদের মিনি হানিমুন এর ব্যাবস্থা করা হবে।যেসব ব্যাংকারদের পুংটা পোলাপান শুক্র শনি আপনি বাসায় না থাকলে পড়াশোনা করে না,তাদেরও ব্যাংকে নিয়ে আসুন,আপনার পাশে বসে তারা পড়বে,না পড়লে তাদের দিয়ে ক্যাশে টাকা গোনানোর ভয় দেখাতে পারেন।পারেন।যেসব কারদের বউ শুক্র শনি মার্কেটে না নিয়ে গেলে চিল্লা পাল্লা করে তাদেরও ব্যাংকে নিয়ে আসুন,তাদের চিল্লানির চোটে ম্যানেজার স্যার বিরক্ত হয়ে আপনাকে তাড়াতাড়ি ছুটি দিলেও দিতে পারেন। জয়তু টানা কামলা খাটা ব্যাংকারদের।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৬

ঢাকাবাসী বলেছেন: গভ.. রা চামুচ টাইপের ব্যাক্তিত্বহীন লোক হলে বা. ব্য. এমনই চলবে।

২| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৯

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মাঝে একটা গল্প বেশ চাওড় ছিলো। ছেলে বাবাকে বলছে, বাবা পুলিশ দেখবো, পুলিশ দেখবো।
বাবাঃ ওই যে বাবা পুলিশ।
ছেলেঃ বাবা, উনি তো মানুষ। আমি পুলিশ দেখবো।

এই গল্প থেকে বোঝাই যাই, পুলিশ মানুষ নয়। এখন ব্যাংকারও মানুষ নয়। ব্যাংকাররা ব্যাংকার।

৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৭

চাঙ্কু বলেছেন: কিছু ব্যাংকার বন্ধুর জীবন-ধারা দেখে খারাপই লাগে, বন্ধের দিনেও মাঝে মাঝে দেখি অফিস করে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.