নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৃত্ত

বিবর্ণ হৃদয়

আবেগের কাছে বিবেক পরাজিত হলেই সভ্য পৃথিবীতে অসভ্য মানুষের যাত্রা শুরু হয়।

বিবর্ণ হৃদয় › বিস্তারিত পোস্টঃ

ফুঁ............... (ফুঁ দিলেই সন্তান হবে, মনের সকল আশা পুরণ হবে.......!!)

২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

ফুঁ দিলেই সন্তান হবে,

মনের সকল আশা পুরণ হবে.......!!



চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ার

সুবাদে মাইজভাণ্ডারী দরবারী শারীফ

বেশ কয়েকবার গিয়েছি।

সেখানকার কর্মকান্ড নিয়ে কিছু

লিখবো না।

উপরের উক্তিটি সেখানকার এক

মুরিদিয়ানের(ভক্ত)।

উক্তিটি সম্পর্কে কিছু বলার আগে

বর্তমান পারিপার্শ্বিকতা

নিয়ে হালকা আলোচনা প্রয়োজন।



চলার পথে বেশ কিছু মাজার

চোখে পড়ে।

আগে রাস্তার

পাশে যেখানে দেখেছি

ছোট একটি দান বাক্সের অবস্থান,

বর্তমানে সেখানে গিয়ে দেখি

বড় বড় অট্রালিকা!

দান বাক্সের ছোট নামটি

অট্রালিকার গেইটে লিখা।

সার্বিক অবস্থার উন্নতির

ফলে নামের সাইজও বড় হয়েছে।



প্রায় প্রত্যেক এলাকা এখন

দুটি দলে বিভক্ত।

ছোট-বড় আরো অনেক দল আছে,

কিন্তু দুটি দল হচ্ছে অন্যতম।

যারা বিভিন্ন মাজারের ভক্ত,

নানা সময়ে কোনো মাজার

বা ব্যক্তির কাছে মানত করে,

মাজারে গিয়ে সেজদা করে বা তার

পীরবাবার পায়ে চুমু খায়,

গাছের প্রথম ফল বা গাভীর প্রথম দুধ

অথবা অন্যকোনো প্রথম সৃষ্ট

বা উৎপাদিত জিনিষ পীরবাবার জন্য

সযত্নে নিয়ে যায়

তারা নিজেদেরকে সুন্নি দাবি করে।

আর যারা তার উল্টো,

এসব কর্মকান্ড বিশ্বাস করে না,

নিজের টাকা খরচ

করে মানুষকে ধর্মীয় শিক্ষা দেয়

এবং নামায নিজে কায়েম করে

সেই সাথে অপরকে নামায

পড়তে উৎসাহিত করে,

আগের দলটি তাদের নাম

দিয়েছে ওয়াবী।

তাঁদেরকে গাট্টিওয়ালা বলেও টিজ

করা হয়।



আমার আবার এই দুই দলের সাথেই

ভালো সম্পর্ক রয়েছে।

আমি এসব দলাদলিতে নেই।

কারণ আমি বিশ্বাস করি,

তাদের সবারই আসল উদ্দেশ্য

আল্লাহতালাকে সন্তুষ্ট করা।

হয়তো কোনো ভণ্ড ধর্ম ব্যাবসায়ীর

ধোঁকায় পড়ে

কেউ কেউ সঠিক ধর্মীয় পথ রেখে ভুল

পথে হাটছে,

তাদের সম্পর্কে আমার কিছু বলার

নেই।

কারণ আসল পথ চেনে চলার জন্য

আল্লাহ্ বান্দাকে বুদ্ধি-বিবেক

সবকিছু দিয়ে সৃষ্টি করেছেন।



যা বলছিলাম।

আমি আর বেশ কয়েকজন বড় ভাই

(তারা সবাই স্নাতকোত্তর) দেশের

সার্বিক

পরিস্থিতি নিয়ে কথা বলছি রাস্তার

পাশে বসে।

এমন সময় আমাদের সবার বড় ভাই

(লোকাল মাতব্বর) হাজির হলেন।

তখন কথা হচ্ছিলো মানুষের স্বপ্ন-

আশা নিয়ে।

তিনি কিছু না বুঝেই বললেন, "আমার

অমুক বাবা অনেক কামেল।

যাদের সন্তান নেই, বাবা ফুঁ দিলেই

তাদের সন্তান হবে!

মনের আশা পুরণ হবে!

যা চাইবে বাবার কাছে, তা-ই

পাবে............!!"

আমি মজা করে বলে ফেলি যে, "

মালোয়শিয়ার সরকারকে বাবার

ঠিকানাটি পাঠানো দরকার,

হারানো বিমানটি খুজে পাওয়া যেতো"

ভাগ্য ভালো,

আমার কথাটি তিনি শুনতে পান নি।

বলে রাখা প্রয়োজন যে,

তারা ওয়াবী বলে টিজ করে এমন দুজন

লোকও সে সময়ে এসে হাজির হয়।

তর্ক ঝগড়া আকারে চলে যায় দুই দলের

কাছে।

আমরা নিরীহ প্রাণীগুলি নিজেদের

মতো করে কেটে পড়ি,

কারণ এর বিকল্প কিছুই করার

ছিলো না আমাদের।



তাদের এই ধর্ম-কর্ম অথবা অপকর্ম

নিয়ে আপাদত আমার কিছু বলার নেই।

আল্লাহ্ সবাইকে সঠিক পথে চলার

তওফিক দান করুন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৪ রাত ৮:৩৮

রাজীব বলেছেন: ফু কোথায় দেয়??
কি দিয়া দেয়???

২| ২০ শে মে, ২০১৪ রাত ৮:৩৮

রাজীব বলেছেন: ফু কোথায় দেয়??
কি দিয়া দেয়???

৩| ২০ শে মে, ২০১৪ রাত ১০:৪৫

বিবর্ণ হৃদয় বলেছেন: ওপেন সিক্রেট ভাইয়া #রাজীব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.