![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেমের ইতিকথা
বহুকাল আগে -
হটাত সে লেপটে গেলো আমার সাথে,
নেকড়ের খামচির আঘাতে -
আমি অভয় দিয়াছে তাকে , দিয়েছি সাহস।
বুক টান টান করে দাড়িয়েছে সে, ছিন্ন করেছে নেকড়ের আঘাত
প্রতিষ্ঠিত করেছে তার অধিকার,
সগৌরবে উচ্চারণ করেছে তার অস্তিত্ত।
অনেক দিন পরে দেখা,
সে ছিল লাল পেরে শাড়ি পড়ে,
কপালে ছিল লাল টিপ
পায়ে পরেছিল নুপুর।
ছিলাম দুজন বহুক্ষণ একসাথে ,
ঝালমুড়ি খেয়েছি, চিনাবাদাম চিবিয়েছি
সিনেপ্লেক্সে ছিনেমা দেখেছি,
সময় গুল কেটেছিল রঙ্গিন,
প্রতিটা সময় চেখে দেখার সুযোগ এসেছিল।
পরদিন সকাল বেলা, তাঁর ফোন পেয়ে উঠি
আমি ত আশচয।
কি ব্যাপার , এত্ত সাত সকালে ।
ও প্রান্তে শুনি না কণ্ঠ, শুনি শুধু নিস্তব্দতা -
কি তার অনুযোগ, কি তার অভিযোগ !!
হটাত শুনি কোকিলের কণ্ঠ
আগমন দেয় যেন বসন্তের,
বলে সঙ্গী হবে আমার! সঙ্গী!!
বট বৃক্ষ হবে আমার, ছায়া দিবে সারা জীবন
ঝড়ে দেবে আশ্রয়, দেবে ঘর বাধার আশা!!
©somewhere in net ltd.