![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।
ঢেকে রাখে যেমন কুসুম,
পাপড়ির আবডালে ফসলের ঘুম
তেমনি তোমার নিবিড় চলা
মরমের মূল পথ ধরে।
পুষে রাখে যেমন ঝিনুক,
খোলসের আবরনে মুক্তোর সুখ
তেমনি তোমার গভীর ছোঁয়া
ভিতরের নীল বন্দরে।
ভালো আছি, ভালো থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালাখানি,
বাউলের এই মনটা রে।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।
Rudra Mohammad Shahidullah
২| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৯
বেলা শেষে বলেছেন: good & beautiful.Thenks.
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১২
C/O D!pu... বলেছেন: দারুণ একটা কবিতা... তবে গান হিসেবে বেশি ভালো লেগেছে...