![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয়া মনে পড়ে তোমাকে
দিবা নিশি শয়নে স্বপনে -
প্রিয়া সে যে আমার প্রিয়া,
জীবনে মরণে চির সাথী আমার
প্রিয়া সে যে আমার প্রিয়া।
মনে পড়ে তাকে সকালের প্রভাতে,
পূর্ণ রবির করে।
মনে পড়ে গোধূলি লগণে ,
অস্তাচলের লাল আভাতে।
মনে পড়ে সাগর পারে,
উদ্দাম তরঙ্গ যখন মুষড়ে পড়ে প্রবল আক্রোশে।
পূর্ণিমার আকাশে যখন পূর্ণ চন্দ্র
আলো ছড়িয়ে দে চারিদিকে।
মনে পড়ে যখন এক দুঃখী রমণীর দীর্ঘ শ্বাস
পাই এই কর্ণ কুঠিরে।
যখন ক্লান্ত এক নারীর হাসি মাখা মুখ খানা ভেসে উঠে
দীপ্ত আকাঙ্ক্ষার সোনালি আভা নিয়ে ।
পার্কের বেঞ্চে যখন কোপোট কপোতী চুম্বন এঁকে দ্যায়ে ললাট পাণে
মনে পড়ে ফেসবুক এর ফিডপেজে-
অসংখ্য প্রোফাইল এর ভিড়ে।
গভীর রাতে যখন আচমকা বেজে
উঠে মোবাইল এর ঝঙ্কার।
মনে পরে সেই দিন গুলির কথা সোনালি দিন গুলির কথা
সৃতি মাখা সময় গুলি মুছবার নয়, কখনো রূপালী হবার নয়।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৯
টুম্পা মনি বলেছেন: ভালো লাগল।