নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা কিছু ভালো, সত্য ও সুন্দর; তার সাথে।

বরতমআন

সাগর কবির

বরতমআন › বিস্তারিত পোস্টঃ

জোকস (১৮++)

২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৩

১. পানিকে বিশাল ভয়



১ম বন্ধুঃ জানিস আমার বউ পানিকে বিশাল ভয় পায়



২য় বন্ধুঃ কেমনে জানলি?



১ম বন্ধুঃ আজ অফিস থেকে ফিরে দেখি গোসল করার সময়ও সিকিউরিটি গার্ডকে বাথটাবে পাহারায় রেখেছে।

-------------------------------------------------



ক্লাস টু-তে এক পিচ্চি মেয়ে উঠে দাঁড়িয়ে বলছে, 'টিচার টিচার, আমার আম্মু কি প্রেগন্যান্ট হতে পারবে?'



টিচার বললেন, 'তোমার আম্মুর বয়স কত সোনা?'



পিচ্চি বললো, 'চল্লিশ।'



টিচার বললেন, 'হ্যাঁ, তোমার আম্মু প্রেগন্যান্ট হতে পারবেন।'



পিচ্চি এবার বললো, 'আমার আপু কি প্রেগন্যান্ট হতে পারবে?'



টিচার বললেন, 'তোমার আপুর বয়স কত সোনা?'



পিচ্চি বললো, 'আঠারো।'



টিচার বললেন, 'হ্যাঁ, তোমার আপু প্রেগন্যান্ট হতে পারবে।'



পিচ্চি এবার বললো, 'আমি কি প্রেগন্যান্ট হতে পারবো?'



টিচার হেসে বললেন, 'তোমার বয়স কত সোনা?'



পিচ্চি বললো, 'আট।'



টিচার বললেন, 'না সোনা, তুমি প্রেগন্যান্ট হতে পারবে না।'



এ কথা শোনার পর পেছন থেকে ছোট্ট বাবু পিচ্চিকে খোঁচা দিয়ে বললো, 'শুনলে তো? আমি তো তখনই বলেছি, আমাদের চিন্তা করার কিছু নেই।'



-------------------------------------------------

ডাক্তার: কনগ্রাচুলেশন! মেয়ে হয়েছে….

শ্বাশুড়ী: এতো দিন পরে হলো তাও আবার মেয়ে?

বউ: তাও তো হয়েছে…. আপনার ছেলের আশায় থাকলে তাও হতো না।

-------------------------------------------------

-------------------------------------------------



স্বামী ঘরে ঢুকতেই দেখলো তার স্ত্রী তার ঘনিষ্ঠ বন্ধুর সাথে শুয়ে আছে |

সে বন্ধুকে বললো, বাস্টার্ড সাহস থাকে তো আয় দুটো পিস্তল নিয়ে ডুয়েল লড়ি |

যে জিতবে ও তার হবে |

বলে ওরা পাশের ঘরে চলে গেল |

পাশের ঘরে ডুয়েল যাবার সময় বন্ধু বললো, বন্ধু কেন মিছিমিছি আমাদের মাঝে একজন মরবো, তারচেয়ে বরং দুজনেই মরার ভান করে শুয়ে থাকি, ও যাকে নিয়ে কাদঁবে, ও তার হবে |

বলে দুজনে মটকা মেরে শুয়ে পরল এবং দুটি গুলির আওয়াজ করল | স্ত্রী ঘরে ঢুকে দেখল দুজনেই মরে পড়ে আছে |

সে তখন খাটের তলা থেকে তার আরেক প্রেমিককে ডেকে বললো চলো এসো, এরা দুজনেই মরেছে, আর কোনো বাঁধা নেই |

-------------------------------------------------

-------------------------------------------------

স্ত্রী নতুন সিম কিনে তার প্রিয়তম স্বামীকে surprise দেওয়ার সিদ্ধান্ত নিল যে কিনা বেডরুমে বসে ছিল।

তাই স্ত্রী রান্নাঘরে গিয়েস্বামীকে নতুন নাম্বার থেকে কল দিলঃ “হ্যালো জানু”









স্বামীঃ (খুব নিচু স্বরে) ডার্লিং, আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি, ইদুরমুখো মহিলটা এখন রান্নাঘরে, যেকোনো সময় এসে পরবে!!!!!!

-------------------------------------------------





মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৮

ড. জেকিল বলেছেন: =p~ =p~ =p~ ভালো হইছে ।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৮

মুক্তকণ্ঠ বলেছেন: স্বামীঃ (খুব নিচু স্বরে) ডার্লিং, আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি, ইদুরমুখো মহিলটা এখন রান্নাঘরে, যেকোনো সময় এসে পরবে!!!!!!

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৪

চায়নাবুড়া১৮ বলেছেন: স্বামী ; শুনো ., , , , , , , , , , , , ?
স্ত্রী ; চুপ করো, খাওয়ার সময় কথা বলতে হয় না
( খাওয়া শেষে )
স্ত্রী ; হ্যাঁ , কি যেন বলতে চেয়েছিলে ?
স্বামী ; না , মানে, , , , , তোমার প্লেটে ১টা ছোট তেলাপোকা ছিল তাই ।

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৪

চায়নাবুড়া১৮ বলেছেন: স্বামী ; শুনো ., , , , , , , , , , , , ?
স্ত্রী ; চুপ করো, খাওয়ার সময় কথা বলতে হয় না
( খাওয়া শেষে )
স্ত্রী ; হ্যাঁ , কি যেন বলতে চেয়েছিলে ?
স্বামী ; না , মানে, , , , , তোমার প্লেটে ১টা ছোট তেলাপোকা ছিল তাই ।

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫২

হান্টার১ বলেছেন: সুন্দর হয়েছে

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

শাহরিয়ার খান রোজেন বলেছেন: শাবাস ব্ল্যাক হ্যাট টাইগারস?

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

শাহরিয়ার খান রোজেন বলেছেন: দু:খিত ভুল করে এ মন্তব্য ছাপা হয়েগেছে।

৮| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

তাসজিদ বলেছেন: ১৮+ পোস্ট কে না বলি

৯| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৮

জাহাজ মিস্ত্রী বলেছেন: ভালো ছিল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.