নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা কিছু ভালো, সত্য ও সুন্দর; তার সাথে।

বরতমআন

সাগর কবির

বরতমআন › বিস্তারিত পোস্টঃ

ভবিষ্যতে এ ইন্টারনেট

৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৬

ইন্টারনেটগত কয়েক যুগ এ এর বিপুল অগ্রগতি হয়েছে। এই কথা আমরা কোম বেশী সবাই জানি। এর ফলে মুহূর্তের মধ্যে এক স্থান হতে অন্য স্থানে যোগাযোগ করা সম্ভব হচ্ছে। হোড়োম আবিষ্কার গুলোর মধ্যে EMAIL, FACEBOOK, TWITTER, LINKEDIN অন্যতম।প্রযুক্তির এই খানে থেমে নেই। এর ক্রমবিকাশ হচ্ছে প্রতিনিয়ত। এই ব্যাপারে আজকে আলোচনা করবো।

ইন্টারনেট এর গতি এক বিশাল সমস্যা। ২০১০ সালে ইন্টারনেট এর গড় ডাটা ট্রান্সমিশন গতি ছিল ১.৭ মেগাবিট পার সেকেন্ড। আগামিতে এর ট্রান্সমিশন গতি বৃদ্ধি করার জন্য পৃথিবী বিখ্যাত বিভিন্ন ল্যাব এ ব্যাপক গবেষণা হচ্ছে। অদূর ভবিষ্যতে এ গতি কয়েক বিলিয়ন গুন বৃদ্ধি পাবে বলে আসা করছেন বোদ্ধারা। বেল ল্যাব এ পরীক্ষাগারে রেকর্ড ডাটা ট্রান্সমিশন গতি হচ্ছে ১.৭ পেটাবিট পার সেকেন্ড।

অদূর ভবিষ্যতে নেটওয়ার্ক হার্ডওয়্যার এর খরচ কমানো সম্ভব হবে বলে বিশ্বাস করা হচ্ছে। BROADBAND ইন্টারনেট এর পরিবর্তে WIRELESS ইন্টারনেট যেমন WIFAI এর ব্যাবহার ক্রমশ বাড়ছে। ইন্টারনেট এ artificial intelligence এর ব্যবহার করার জন্য গবেষণা চলসে।

CLOUD COMPUTING ইন্টারনেট এর জগতে এক নতুন বিস্ময়ই। এর মাধ্যমে এক সাথে বহু Computer এক সাথে একটি প্রোগ্রাম ব্যবহার করা যাবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫০

shouravilu বলেছেন: বাংলা ভাষায় ইন্টারনেট থেকে আয়ের সঠিক উপায়, আয়ের কৌশল, অর্জিত অর্থ দেশে আনার উপায় ইত্যাদি বিষয় নিয়ে লেখা আমার এই ওয়েবসাইটির মূল উদ্দেশ্য হল এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দেয়া ও দেশের আর্থিক অবস্থার পরিবর্তন করা।
http://bdearntips.hopblogs.com/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.