নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা কিছু ভালো, সত্য ও সুন্দর; তার সাথে।

বরতমআন

সাগর কবির

বরতমআন › বিস্তারিত পোস্টঃ

বয়স্কদের মজার কথা-বার্তা

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৬

-------------------------------------------------

সেক্সের পর যে যা বলে:

পতিতা:নে এইবার ঝটপট টাকা বাইর কর

প্রেমিকা:আজ দারুন মজা হল

প্রতিবেশী:আবার কবে আসবে?

কাজের মেয়ে:সামনে মাসে থিকা কিন্তু বেতন বাড়াইতে হুইব

বৌ:এইবার খুশি?আগামী ৪/৫দিনে যেনো আর কোন বায়না না শুনি

-------------------------------------------------

দয়াল বাবাকে তার এক শিষ্য প্রশ্ন করল,

শিষ্য : বাবা, হাসি নাকি অমূল্য হয়? বুঝায় বলেন….





দয়াল বাবা : ধর তুই তোর প্রেমিকারে নিয়া লং ড্রাইভে গিয়া ১০০০টাকা খরচ করলি, সিনেমা দেইখা ৫০০টাকা উড়ালি, পাঁচতারা হোটেলে খাইয়া ৩০০০টাকা বিল দিলি, ওই হোটেলে ১০০০০টাকা দিয়া রুম ভাড়া নিয়া প্রেমিকারে নিয়া ঢুকলি। তারপর যখন করতে (!) গেলি তখন সে কয়, “সরি জান। আজ আমার ২য় দিন চলছে।” তখন তারে খুশি করতে যে হাসি দিবি ওইটাই অমূল্য হাসি…..

-------------------------------------------------

এক শিক্ষক ক্লাস এ ছাত্র দের জিজ্ঞাসা করেন – এমন একটি জিনিসের নাম বল তো, যা স্থান ভেদে ভিন্ন ভিন্ন নাম হয়।

এক ছাত্র বলল, চুল।

শিক্ষক বলল, কিভাবে?

ছাত্রঃ মাথায় আমরা বলি চুল, চোখের উপর হলে বলি ভ্রু, ঠোটের উপর হলে বলি গোঁফ, গালে ও চিবুকে হলে বলি দাড়ি, বুকে হলে বলি লোম এবং.........

শিক্ষকঃ সাবধান, আর নিচে নামিস না......।

-------------------------------------------------

ছেলের বিয়ের শখ হয়েছে। সে বাবাকে গিয়ে বলল সে বিয়ে করবে। বাবা খুশী হয়ে বলল," কাকে বিয়ে করবে,শুধু নামটা বল"

ছেলে পাশের বাড়ীর মেয়ের নাম বলতেই বাবা জীহ্বায় কামড় দিয়ে বলল, " ছিঃ ছিঃ,ও তোমার বোন।আমার আরেক সন্তান"। তখন ছেলে অন্য মেয়ের কথা বলতেই বাবা একই কথা বলল,এইভাবে পাড়ার সকল মেয়ের কথা বাবা নাকচ করে দিল। ছেলে বাবার লুচ্চামীতে হতাশ হয়ে মাকে গিয়ে বলল," মা, বিয়ে করতে যেই মেয়ের কথাই বলি,বাবা বলে সে আমার বোন,তহলে কি আমার বিয়ে হবে না "



মা মুচকী হেসে বলল,"তুমি ওদের সবাইকে বিয়ে করতে পারবে"

ছেলে অবাক হয়ে বলল,"কেমনে?"

মা," তুমি তার সন্তান নও"

-------------------------------------------------

পাপ্পুদের পাশের ফ্লাটে নতুন ভাড়াটিয়া এসেছে।





ভাড়াটিয়ার আবার সুন্দরী একটা মেয়েও আছে।

একদিন সেই মেয়ে টি-শার্ট পরে বের হলো। পাপ্পু দেখলো মেয়েটার টি-শার্টে চমৎকার একটি গাড়ীর ছবি আঁকানো। সেদিকে একদৃষ্টিতে পাপ্পুকে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি জিজ্ঞেস করল-



“কি ভাই, টি-শার্টে গাড়ী আগে কখনো দেখেন নি?”



পাপ্পু তোতলাতে তোতলাতে…জি, গাড়ী তো দেখেছি কিন্তু এতো বড় বড় স্পীড ব্রেকার তো আগে দেখি নাই!!”

-------------------------------------------------

ক্লাসে শিক্ষক আর ছাত্রদের কথোপকথন…….



শিক্ষক : মনে করো তুমি তোমার গার্লফ্রেন্ড এর সাথে কোথাও ডিনার খেতে গেছো, এমন সময় তোমার টয়লেটে যেতে হবে, তাহলে তুমি তাকে কি বলে যাবে?





রোকন : এক মিনিট দাড়াও, আমি প্রসাব করে আসতেছি।



শিক্ষক : এটা খুব খারাপ শোনায়্, এর থেকে ভালো কেউ পারবা?



শাহীন : জান আমি দুঃখিত , কিন্তু আমাকে টয়লেটে যেতে হবে, আমি একটু পরেই আসতেছি।



শিক্ষক : এটা অনেক ভালো হয়েছে, তবে এর থেকে ভালো কেউ পারবা?



দুষ্ট ছেলে : জান আমাকে একটু যেতে হবে ২ মিনিট এর জন্য্, আমার এক ফ্রেন্ড (!) এর সাথে হাত মিলায় আসি, তুমি চিন্তা করো না, আমাদের ডিনার এর পর আমার ঐ ফ্রেন্ড এর সাথে তোমাকে পরিচয় করিয়ে দিব ।



এটা শোনার সাথে সাথেই শিক্ষক অজ্ঞান হযে পড়ে গেলো।

-------------------------------------------------

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.