![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেসিডোনিয়া এর রাজা তৃতীয় রিচার্ড এর পুত্র মহাবীর পৃথিবী বিখ্যাত আলেকজান্ডার চায়েছিলেন “to reach the ends of the world and the Great Outer Sea" । তিনি একজন যুদ্ধবাজ রাষ্ট্র নায়ক ছিলেন। খ্রিস্টপূর্ব ৩৩৬ সালে তৃতীয় রিচার্ড আততায়ীর হাতে নিহত হওয়ার পর তিনি সিংহাসন এ আরোহণ করেন। তখন রাজত্তের আইতন ছিল বর্তমান গ্রীস এর থেকে একটু বেশি। সিংহাসন এ আরোহণ করে মেসিডোনিয়াতে ক্ষমতা সুসঙ্ঘত করার পর রাজ্য জয় এ বের হন। খুব অল্প সময় এর মধ্যে এই মহাবীর পশ্চিম এশিয়া এর অধিকাংশ অঞ্চল দখল করে নেন। জীবনে এই মহাবীর কোনও যুদ্ধে পরাজিত হন নি। খ্রিস্টপূর্ব ৩৩৬ সালে সবচে বড়ো বিজয় অর্জন করেন ইরাক এর উত্তরাংশে গোগ্মেলা এর যুদ্ধে। মাত্র ২৫ বছর বয়স এ তিনি একাধারে গ্রীক এর রাজা, মিশরের ফারাও হন। রাজত্ব বিস্তৃত করেছিলেন এই দিকে এশিয়ার পারস্য থেকে শুরু করে এই দিকে মিশর, পাকিস্তান, ভারত পর্যন্ত ।
আলেকজান্ডার খ্রিস্টপূর্ব ৩৫৬ সালে ২১ জুলাই তিনি মেসিডোনিয়ার রাজধানী পেলাতে রানী অলিম্পাস এর গর্ভে জন্ম গ্রহণ করেন। আলেকজান্ডার এর শৈশবকাল বিভিন্ন যুদ্ধ দেখতে দেখতে কেটে যাই। মাত্র ১২ বছর বয়স এ তিনি BUCEPHELUS নামের একটি ঘোড়া কে বশীভূত করে রাজা সহ সকলকে তাক লাগিয়ায়ে দেন। তাঁর বয়স যখন ১৩ বছর তখন রাজা তৃতীয় রিচার্ড এরিস্টটলকে শিক্ষক হিসাবে নিয়োগ দেন। তিনি সরাসরি এরিস্টটল এর ছাত্র ছিলেন। তিনি ১৬ বছর বয়স পর্যন্ত শিক্ষা গ্রহন করেন। তিনি গ্রীক দর্শনে সম্রিধহে সাধনে প্রভুত ভূমিকা রাখেন। রাজ্য জয় এর মাধ্যমে তিনি গ্রীক সভ্যতা পৃথিবী ব্যাপী ছরিয়া দেন এবং জয় করা রাজ্যগুলোতে গ্রীক সংস্কৃতির প্রবেশ ঘটান। তিনি বিশটার মত শহরের গোরা পত্তন করেন। মিসরের আলেকজান্দ্রিয়া এখনও তাঁর নাম বহন করে চলেছে। এই মহাবীর ভারত জয়ই এর পর গ্রীস এ ফেরার পথে জর এ আক্রান্ত হায়ে খ্রিস্টপূর্ব ৩২৩ সালে ১১ জুন মাত্র ৩২ বছর বয়স এ বাব্যলনে মৃত্যুবরণ করেন।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৭
আছিফুর রহমান বলেছেন: এইগুলা তো আমরা সবাই জানি। আরও বিস্তারিত হওয়া দরকার ছিল।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৪
খেয়া ঘাট বলেছেন: +++++++
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪০
দি সুফি বলেছেন: আলেক্সান্ডারের বাবার নাম তো ফিলিপ (২য়)!
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:৩৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ++++++++++++
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৭
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।