নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা কিছু ভালো, সত্য ও সুন্দর; তার সাথে।

বরতমআন

সাগর কবির

বরতমআন › বিস্তারিত পোস্টঃ

কমিউনিটি পুলিশিং

১০ ই মার্চ, ২০১৪ রাত ১১:২০





পুলিশ জনগণের জন্য,

জনগণ পুলিশের জন্য।

ভাত্রিতের এই প্রগার বন্ধন;

যাবে না টুটে কখনও।



অপরাধ নির্মূলে কিংবা জঙ্গি প্রতিরোধে,

দাঙ্গা দমনে বা অত্যাচারীর প্রতিরোধ্‌

আজ পুলিশ এর একা নয়-

আছে সাথে তাঁর লক্ষ কোটি জনতা পুলিশ।

কমিউনিটি পুলিশ,

গড়ে উঠেছে কমিউনিটি পুলিশ।



শিকড় মেলেছে ধীরে ধীরে

কমিউনিটি পুলিশ;

গড়ে উঠেছে কমিউনিটি পুলিশ।

মহিরুহ হবে একদিন

ছড়াবে তাঁর শাখা প্রশাখা-

গড়ে উঠেছে কমিউনিটি পুলিশ।

ভাত্রিত্তের অপার এ বন্ধন

আহবান জানাই সবাইকে-

গড়ে দেয় সম্ভাবনার সোনালী সকালের,

এক সুন্দর সোনার বাংলার।







মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৭

উদাস কিশোর বলেছেন: কয়েক বছর আগে আমাদের এলাকায়ও ঘটন করা হয়েছিলো কমিউনিটি পুলিশ ।
এখন তার অস্তিত্বও খুজে পাওয়া মুসকিল । তবে সাইবোর্ড টা ঐখনো যথাস্থানেই আছে ধুলোজমা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.