![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্রমিকের চ্যাপটা লাশ
আজকে একটা কারখানার দুরঘটনা প্রত্যক্ষ করলাম। আমাদের দেশের কারখানা গুলতে শ্রম নিরাপত্তা নেই এই অভিযোগ এর একটি প্রমাণ দেখলাম।
কারখানাতে একটা শ্রমিকের চ্যাপটা ক্রেন চাপা লাশ পরে ছিল। শ্রমিকের বয়স পঁচিশ বছর। তাঁর একটা ২ বছরের বাচ্চা আছে। ঘটনার সময় সে আর তাঁর বাবা একসাথে কাজ করছিল। ক্রেন ছিরে তাঁর ঊপোড় পড়লে , ঘটনা স্থলে তাঁর মৃত্যু হয়। পরে পরিবার কোণো মামলা করেনি, বা ক্ষতিপূরণ চাই নি। কাঁরখানা কোড়টীপোক্ষো তাঁর বিধবা স্ত্রী কে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছে । শ্রমিকের বীমা করা আছে। সেই বীমার টাকা পরিশোধ করবে। লাশ সৎকারের বাবোশঠা করেছে। তাঁর এতিম সন্তানের পড়াশুনা করার ব্যবশটা করবে বলে আশ্বাস দিয়েছে।
কাঁরখানা টে এই ধরণের দুর্ঘটনা এই প্রথম। কিন্তু শ্রমিক মাত্র ছয়ই হাজার টাকা বেতনে চাকরি করত। এইরকম কতো শ্রমিকের রক্ত আর ঘামের বিনিময়ে আমাদের অর্থনীতি এগিয়ে চলেছে। হাজারো সালাম সকল শ্রমজীবী মানুষকে। সেই শ্রমিকের বিদেহী আত্মা শান্তি পাক।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা কবে মানুষ হবো?
যাদের ঘামে শ্রমে অর্থনীতির চাকা ঘুরে তাদের অন্ধকারে রেখে প্রবৃদ্ধির সূচক বাড়ার আয়োজনে লক্ষ-কোটি টাকার অপচয় হয়!!!!
শ্রম পরিবেশ, শ্রমিকের অধিকার, সুরক্ষার আন্তর্জাতিক নিয়ম প্রতিটা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হোক। কোন শ্রমিককে যেন বে-ঘোরে জীবন দিতে না হয়।